আলমবিদিতর ইউনিয়ন
আলমবিদিতর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার গংগাচড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১][২] এটি ৭৫.১৯ কিমি২ (২৯.০৩ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩৭,৬৩৫ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১৪টি ও মৌজার সংখ্যা ১৩টি।[৩]
আলমবিদিতর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৮নং আলমবিদিতর ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | রংপুর জেলা |
উপজেলা | গংগাচড়া উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ৭৫.১৯ বর্গকিমি (২৯.০৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৭,৬৩৫ |
• জনঘনত্ব | ৫০০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
নামকরণ সম্পাদনা
মোঘল বংশীয় আলম নামক একজন বিশিষ্ট ব্যক্তির এই স্থানে বসবাস করতেন ও তার মৃত্যু এখানেই হয়। তার নামানুসারে এই ইউনিয়নের নামকরণ করা হয়।
প্রশাসনিক বিভাগ সম্পাদনা
মৌজা সম্পাদনা
ইউনিয়নের ১৩টি মৌজার নাম যথাক্রমে
- খামার মোহনা
- কিসমত গণেশ
- সয়রাগন্ধা ইসমাঈল
- কিসমত কুতুব
- বিদিতর
- মনিরাম
- কুতুব
- আলমবিদিতর
- মিছনি
- পাইকান
- নগর বড়াইবাড়ি
- আরাজি কুড়িবিশ্যা
- তালুক ভূবন
গ্রাম সম্পাদনা
- খামারমোহনা
- সীট কুতুব
- বিদিতর
- কিসমত গণেশ
- কিসমত কুতুব
- বিদিতর
- আলমবিদিতর
- ব্রমোত্তরপাড়া
- বাংলাপাড়া
- পাইকান
- তালুক ভূবন
যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা
এলাকার বেশিরভাগ সড়ক কাঁচা। তবে আনোয়ারমারী কলেজ থেকে আলমবিদিতর এবং আলমবিদিতর থেকে রংপুর সড়ক পাকা। রাস্তার মোট দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার, পাকা রাস্তা ১৫ কিঃ মিঃ, কাচা রাস্তা ৬০ কিঃ মিঃ। সড়ক পথে বাস, ট্রাক বিভিন্ন যানবাহন যাতায়াত করে।[৪]
দর্শনীয় স্থান সম্পাদনা
এখানকার দর্শনীয় স্থান হচ্ছে- চাল্লাইবিল ও পাইকান পীর ইউসুফ আলী র.-এর মাজার।
অন্যান্য সম্পাদনা
এখানে ঈদগা ৩০টি, ক্লাব ৪টি, কবর স্থান ১৫টি, শ্মশান ৪টি, পোষ্ট অফিস ২টি, আদর্শ গ্রাম ১টি, সাংস্কৃতিক সংগঠন ১টি, পেশাজীবি সংগঠন ২টি আছে।[৪]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "আলমবিদিতর ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
- ↑ "Union Parishad List"। Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
- ↑ ক খ "এক নজরে আলমবিদিতর ইউনিয়ন"। alambiditorup.rangpur.gov.bd। ১৬ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২১।