হোসে আলবের্তো রদ্রিগেজ[১][২] (জন্ম মে ২৫, ১৯৭৭)[৩][৪] একজন মেক্সিকান পেশাদার কুস্তিগির এবং সাবেক মিক্সড মার্শাল আর্টিস্ট। তিনি বর্তমানে আমেরিকা ও মেক্সিকোতে জোড়া চ্যাম্পিয়ন। ডাব্লিউডাব্লিউইতে আলবের্তো দেল রিও হিসেবে প্রাক্তন ডাব্লিউডাব্লিউই মার্কিন যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন ছিলেন[৫] এবং এসিস্তেনিয়া এসেসোরিয়া ওয়াই এদমিনিস্ত্র্যাসিওন(এএএ) তে এল পাট্রন আলবের্তো হিসেবে বর্তমান এএএ মেগা চ্যাম্পিয়ন। এছাড়াও তিনি রিং অফ অনার, লুচা আন্ডারগ্রাউন্ড, জাপান, পুয়ের্তো রিকো এবং বিভিন্ন মার্কিন স্বাধীন প্রচারণায় অংশ নেন।

আলবের্তো দেল রিও
রদ্রিগেজ ২০১২ সালে তে আলবের্তো দেল রিও চরিত্রে
জন্ম নামহোসে আলবের্তো রদ্রিগেজ
জন্ম (1977-05-25) মে ২৫, ১৯৭৭ (বয়স ৪৬)
স্যান লুইস পোতোসি, মেক্সিকো
বাসস্থানস্যান অ্যান্টোনিও, টেক্সাস, যুক্তরাষ্ট্র
সন্তান
পেশাদারি কুস্তি ক্যারিয়ার
রিংয়ে নামআলবের্তো
আলবের্তো বান্ডেরাস
আলবের্তো দেল রিও
আলবের্তো এল পাট্রন
ডোরাডো
দস
দস কারাস
দস কারাস জুনিয়র
এল ডোরাডো
এল হিসো দে দস কারাস
এল পাট্রন
এল পাট্রন আলবের্তো
কথিত উচ্চতা৬ ফু ৫ ইঞ্চি (১.৯৬ মি)
কথিত ওজন২৩৯ পা (১০৮ কেজি)
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
স্যান লুইস পোতোসি, মেক্সিকো
প্রশিক্ষক
অভিষেকমে ৩, ২০০০

ডাব্লিউডাব্লিউই এবং মেক্সিকোর মধ্যে রদ্রিগেজ ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন। তিনি দুইবার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ, দুইবার ডাব্লিউডাব্লিউইর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, একবার সিএমএলএল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং বর্তমানে এএএ মেগা চ্যাম্পিয়ন বিজয়ী। এছাড়া রদ্রিগেজ ২০১১ রয়েল রাম্বল এবং ২০১১ মানি ইন দ্যা ব্যাংক ল্যাডার ম্যাচ বিজয়ী। তিনি একমাত্র কুস্তিগির হিসেবে একই বছরে দুইটি জয় করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Lee, Richard (২০১৩-০৫-০২)। "WWE earnings drop amid focus on pay cable network"The Advocate। ২০১৪-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১৯ 
  2. "Alberto Del Rio"The Internet Wrestling Database। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১৯ 
  3. "Alberto Del Rio"Online World of Wrestling। ২০১২-০৬-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৮-৩০ 
  4. Wood, Darren (২০১০-১১-২৫)। "Alberto del Rio"Slam! SportsCanadian Online Explorer। ২০১২-০৬-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১১-২৫ 
  5. "10/25 HIAC PPV Report - CALDWELL'S Live Coverage -"। ২৫ অক্টোবর ২০১৫। 

বহিঃসংযোগ সম্পাদনা