আলতাফুর রহমান চৌধুরী

বাংলাদেশী রাজনীতিবিদ

আলতাফুর রহমান চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধা ও সাবেক সাংসদ। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ১৯৭০ নির্বাচন এবং ১৯৭৩ সালে সিলেট-১৫ (বিলুপ্ত) আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন।[১]

আলতাফুর রহমান চৌধুরী
সিলেট-১৫ (বিলুপ্ত) আসনের সংসদ সদস্য
(বর্তমান মৌলভীবাজার-৪)
কাজের মেয়াদ
১৯৭০ – ১৯৭৩
কাজের মেয়াদ
১৯৭৩ – ১৯৭৯
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯২৬
ফুলবাড়ী, গোলাপগঞ্জ, সিলেট, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু২১ নভেম্বর ২০১৮
কিসিমী সিটিতে ওসিয়লা রিজিওনাল হাসপাতাল, ফ্লোরিডা
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সন্তান৩ পুত্র এবং এক কন্যা

জন্ম ও প্রাথমিক জীবন সম্পাদনা

আলতাফুর রহমান চৌধুরী ১৯২৬ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী আজাদ উদ্দিন চৌধুরী। পারিবারিক ভাবে তিনি প্রথমে শ্রীমঙ্গলের কালিঘাটে ও পরে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। তার ভাই নুরুর রহমান চৌধুরী ছিলেন পাকিস্তানের মন্ত্রী।

তার স্ত্রী সালেহা চৌধুরী, তাদের ৩ পুত্র ও ১ কন্যা।

রাজনৈতিক ও কর্মজীবন সম্পাদনা

আলতাফুর রহমান চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলনবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ সালের নির্বাচনে সিলেটের মৌলভীবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১৫ (বিলুপ্ত) আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চা শ্রমিকদের নেতা ছিলেন। তিনি সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন।

মৃত্যু সম্পাদনা

আলতাফুর রহমান চৌধুরী ২১ নভেম্বর ২০১৮ সালে ৯২ বছর বয়সে ফ্লোরিডার কিসিমী সিটিতে ওসিয়লা রিজিওনাল হাসপাতালে মৃত্যুবরণ করেন।[২][৩]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "সাবেক এমপি আলতাফুর রহমান চৌধুরীর ইন্তেকাল | বাংলাদেশ প্রতিদিন"Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৯ 
  3. প্রতিনিধি, নিউ ইয়র্ক; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "সাবেক এমপি আলতাফুর রহমানের মৃত্যু"bangla.bdnews24.com। ২০২০-০১-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৯ 

বহিঃসংযোগ সম্পাদনা