আর. বি. ওয়েন্স

আমেরিকান তড়িৎ প্রকৌশলী
(আর ওয়েন্‌স থেকে পুনর্নির্দেশিত)

আর বি ওয়েন্‌স একজন মার্কিন তড়িৎ প্রকৌশলী[১] এবং রসায়নবিদ। তিনি বিখ্যাত বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ডের সাথে যৌথ গবেষণা পরিচালনার সময় থোরিয়াম নামক তেজস্ক্রিয় মৌলের প্রসর্গ আবিষ্কার করেন। ওয়েন্‌স মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে অবস্থিত ফ্রাঙ্কলিন ইনস্টিটিউটে কাজ করতেন।[২] একজন তরুণ তড়িৎ প্রকৌশলী হিসেবে তিনি থোরিয়ামের যৌগ এবং এর বিকিরণ নিয়ে রাদারফোর্ডের সাথে গবেষণা করছিলেন। একদিন গবেষণাগারে প্রবেশের সময় সজোরে দরজা খুলেন। এ সময় ভিতরে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। এর কারণে থোরিয়াম পৃস্তুতির বিক্রিয়ার হার কমে যায়। প্রথমে তারা বিষয়টি অত গুরুত্বের সাথে নেননি। কিন্তু পড়ে দেখতে পান, সামান্য বায়ু প্রবাহিত হলেও থোরিয়াম যৌগের বিক্রিয়ার হার কমে যায় অর্থায় এর বিকিরণের কীব্রতাও কমে যায়। এ থেকে তারা সিদ্ধান্তে আসেনন, যে থোরিয়াম থেকে অবিরাম ধারায় তেজস্ক্রিয় গ্যাস নির্গত হচ্ছে যা বুয়ুপ্রবাহের কারণে অপসৃত হয়। এ কারণে বায়ুপ্রবাহের উপস্থিতিতে এর তেজস্ক্রিয়তা অনেক কমে যায়। তারা এই গ্যাসের নাম দেন থোরিয়ামের প্রসর্গ তথা থোরন। একেই প্রসর্গ আবিষ্কারের সূচনা বলা যেতে পারে।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "http://www.davidparker.com/janine/nucleus.html"। ৬ নভেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০০৭  |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. http://www.fi.edu/case_files/wright_2603/medium/wright_140314_letter.jpg[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. রাসায়নিক মৌল কেমন করে সেগুলো আবিষ্কৃত হয়েছিল, রচনা করেছেন - দ ন ত্রিফোরভ ও ভ দ ত্রিফোনভ।

বহিৎসংযোগ সম্পাদনা