আর্থ (১৯৯৮-এর চলচ্চিত্র)

চলচ্চিত্র

আর্থ (ইংরেজি: Earth, ভারতে মুক্তির নাম ১৯৪৭: আর্থ) ১৯৯৮ সালের কানাডিয়-ভারতীয় পর্যায় নাট্য চলচ্চিত্র। ১৯৪৭ সালের ভারত বিভাজন বিষয়ক বাপসি সিদ্ধর ১৯৯১ সালের ক্রেকিং ইন্ডিয়া (১৯৯১, ইউএস; ১৯৯২, ভারত; মূলত আইস ক্যান্ডি ম্যান হিসাবে প্রকাশিত, ১৯৮৮, ইউকে), নামের উপন্যাসের ওপর ভিত্তি করে দীপা মেহতার গল্প ও পরিচালনায় এই চলচ্চিত্রে অভিনয়ে ছিলেন, আমির খান, নন্দিতা দাস, রাহুল খান্না, এবং মাইয়া শেঠনাআর্থ মেহেতার উপাদান ত্রয়ীর দ্বিতীয় চলচ্চিত্র, যেটি ফায়ার চলচ্চিত্রের পরের পর্ব এবং ওয়াটার (২০০৫) চলচ্চিত্রের আগের পর্ব। এটি শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার বিভাগে ভারতের প্রাতিষ্ঠানিক ভুক্তি ছিল।

১৯৪৭: আর্থ
পোস্টার
আর্থ
পরিচালকদীপা মেহতা
প্রযোজক
  • অ্যান ম্যসন
  • দীপা মেহতা
কাহিনিকারদীপা মেহতা
শ্রেষ্ঠাংশে
বর্ণনাকারীশাবানা আজমি
সুরকারএ আর রহমান
চিত্রগ্রাহকগাইলস্ নাটগেনস্‌
সম্পাদকব্যারি ফারেল
মুক্তি
  • ১০ সেপ্টেম্বর ১৯৯৮ (1998-09-10) (ভারত)
স্থিতিকাল১০১ মিনিট
দেশ
  • কানাডা
  • ভারত
ভাষাইংরেজি

অভিনয়ে সম্পাদনা

পুরস্কার ও মনোনয়ন সম্পাদনা

সঙ্গীত সম্পাদনা

১৯৪৭: আর্থ
 
কর্তৃক সাউন্ডট্র্যাক
মুক্তির তারিখ১৯৯৮, ভারত
শব্দধারণের সময়পঞ্চথন রেকর্ড ইন
ঘরানাচলচ্চিত্র সাউন্ডট্র্যাক
সঙ্গীত প্রকাশনীটি-সিরিজ
প্রযোজকএ আর রহমান
এ আর রহমান কালক্রম
দিল সে..
(১৯৯৮)
১৯৪৭: আর্থ
(১৯৯৮)
ডোলি সাজা কে রখনা
(১৯৯৮)

সকল গানের গীতিকার জাভেদ আখতার কর্তৃক এবং; সকল গানের সুরকার এ আর রহমান কর্তৃক।

নং.শিরোনামগায়কদৈর্ঘ্য
১."বান্নো রানী"সাধনা সরগম 
২."ধীমি ধীমি"হরিহরণ 
৩."ঈশ্বর আল্লাহ"অণুরাধা শ্রীরাম, সুজাতা মোহন 
৪."রাত কি ডালডাল হ্যায়"সুখবিন্দর সিং 
৫."রুথ আ গায়ি রে"সুখবিন্দর সিং 
৬."ইয়ে জো জিন্দেগি হ্যায়"শ্রীনিভাস, সুজাতা ত্রিবেদী 
৭."ইয়ে জো জিন্দেগি হ্যায়"শ্রীনিভাস, সুখবিন্দর সিং 
৮."পিয়ানো থিম" (যন্ত্রসঙ্গীত)  
৯."থিম সঙ্গীত" (যন্ত্রসঙ্গীত)  

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মেহেতার আর্থ এশিয়ান উৎসবে জয়ধ্বনি জেতে"The Economic Times। cscsarchive.org। মার্চ ১১, ১৯৯৯। ২৫ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৫, ২০১১ 

বহিঃসংযোগ সম্পাদনা