আর্ক দ্য ত্রিয়োম্ফ
ফ্রান্সের একটি বিখ্যাত স্মৃতিসৌধ
আর্ক দ্য ত্রিয়োম্ফ[টীকা ১] (ফরাসি: Arc de triomphe de l'Étoile "বিজয় খিলান") এটি প্যারিসের তথা ফ্রান্সের একটি বিখ্যাত স্মৃতিসৌধ যা অভিজাত এবং বিখ্যাত শঁজেলিজে মহারাস্তার পশ্চিম প্রান্তে এবং প্লাস দ্য লেতোয়াল ("তারকা চত্বর"; ১২ রাস্তার মিলনস্থল) এর কেন্দ্রে অবস্থিত। এর একদিকে রয়েছে বিখ্যাত লুভ মিউজিয়াম অন্যপাশে ফ্রান্সের আর্থিক প্রতিষ্ঠানগুলো। এটির উচ্চতা ৫১ মিটার (১৬৫ ফুট) এবং প্রস্থ ৪৫ মিটার। স্মৃতিস্তম্ভটি পুরাতন প্যারিস এবং নতুন প্যারিসের সংযোগস্থল। দর্শনার্থীরা প্রতিদিন সকাল 10:00 টা থেকে আর্ক ডি ট্রায়মফে দেখতে পারেন। 10.30 pm থেকে।[১]
এর নির্মাণকাজ রাজা লুই-ফিলিপ-এর রাজত্বকালে (১৮৩৩-১৮৩৬) শেষ হয়।
চিত্র প্রদর্শনীসম্পাদনা
আর্ক দ্য ত্রিয়োম্ফ থেকে তোলা প্যারিসের ছবি; ডানে আইফেল টাওয়ার
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Arc De Triomphe, Paris"। ২০২২-০৬-২৯। ২০২২-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০১।
বহিঃসংযোগসম্পাদনা
[১] স্যাটেলাইট থেকে আর্ক দ্য ত্রিয়োম্ফ-এর দৃশ্য (গুগল ম্যাপ)।
টীকাসম্পাদনা
- ↑ এই ফরাসি নামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।