আরডিএ ল্যাব স্কুল এন্ড কলেজ

পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ বা আরডিএ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ বাংলাদেশের বগুড়ার আরডিএতে বা পল্লী উন্নয়ন একাডেমীতে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান যা আরডিএ'র ক্যাম্পাসে ১৯৮৫ সালে একটি স্কুল প্রতিষ্ঠিত হয়। এটি বগুড়ার একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। বগুড়া শহর থেকে ১৬ কিমি দূরে শেরপুর উপজেলায় অবস্থিত। শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশ মাইল নামক এলাকায় আরডিএ'র ক্যাম্পাসে এটি প্রতিষ্ঠিত।[১]

প্রতিষ্ঠার কারণ সম্পাদনা

আরডিএ, বগুড়া স্বাধীনতা উত্তরকালে পল্লীর জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। আরডিএ'র মূল কাজ হলো প্রশিক্ষণ, গবেষণা ও প্রয়োগিক গবেষণা কার্যক্রম পরিচালনা। এসবের মাধ্যমে পল্লী এলাকার দক্ষ মানব সম্পদ গড়ে তোলা, গ্রামীণ সমস্যা চিহ্নিতকরণ, সম্ভাবনা তুলে ধরা এবং সমস্যা সমাধানের দিক নির্দেশনা দেওয়া ও গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের মডেল তৈরি করে জণগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা।

আরডিএ এর কর্মকর্তা/কর্মচারীদের সন্তান-সন্ততিদের লেখা পড়ার সুবিধার্তে এবং এ অঞ্চলে উন্নত শিক্ষা বিস্তারের জন্য ১৯৮৫ সালে আরডিএ ল্যাবরেটরী স্কুল প্রতিষ্ঠিত হয়। ২০০১ সালে স্কুলের সাথে কলেজ শাখা সংযোজন করার বর্তমানে এটি আরডিএ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ নামে পরিচিত।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ অফিসিয়াল ওয়েবসাইট"। ডিসেম্বর ২৩, ২০১৭। নভেম্বর ২৬, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ২৬, ২০২১