আয়েশা ছিদ্দিকা রা. মহিলা মাদ্রাসা কমপ্লেক্স

কুমিল্লা জেলার একটি কওমি মাদ্রাসা

আয়েশা ছিদ্দিকা রা. মহিলা মাদ্রাসা কমপ্লেক্স কুমিল্লা শহরে অবস্থিত একটি মহিলা কওমি মাদ্রাসা। ১৯৯৭ সালে এটি প্রতিষ্ঠা হয়। এটি প্রতিষ্ঠায় কাসেমুল উলুম ও রাণীবাজার মাদ্রাসার আলেমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কুমিল্লায় এটিই সর্বপ্রথম মহিলা মাদ্রাসা। প্রথমে এটি কুমিল্লা সরকারি মহিলা কলেজের পশ্চিম পার্শ্বে একটি ভাড়া বাড়িতে প্রতিষ্ঠিত হয়। ভাড়া বাড়িতে ছাত্রী সংকুলান না হওয়ায় মাদ্রাসার নিজস্ব ভবনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে এক ব্যক্তি ৩৬ শতক জমি দান করেন। এই জমিতে একটি মসজিদ, একটি নূরানী ইসলামি কিন্ডারগার্টেন ও অত্র মহিলা মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে। ২০০৬ সালে এখানে দাওরায়ে হাদিস (মাস্টার্স) খোলা হয়। দাওরায়ে হাদিস খোলার পর থেকে শায়খুল হাদিস পদে দায়িত্ব পালন করেছেন আশরাফ আলী। প্রতিষ্ঠালগ্ন থেকে মুহতামিম হিসেবে কর্মরত আছেন মওলানা মুতাহের হোসেন। ২০১২ সালে মাদ্রাসার ছাত্রীসংখ্যা ছিল ২৯০ জন, শিক্ষক ২৩ জন এবং মুহাদ্দিস ১০ জন।

আয়েশা ছিদ্দিকা রা. মহিলা মাদ্রাসা কমপ্লেক্স
ধরনকওমি মাদ্রাসা
স্থাপিত১৯৯৭ ইং[১]
মূল প্রতিষ্ঠান
দারুল উলুম দেওবন্দ
অধিভুক্তিআল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ
ধর্মীয় অধিভুক্তি
ইসলাম
আচার্যমুতাহের হোসেন
অবস্থান
৪৬২/১, ই.পি.জেড. রোড, কুমিল্লা-৩৫০০
শিক্ষাঙ্গনশহর

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. আলম, মো. মোরশেদ (২০১৪)। হাদীস শাস্ত্র চর্চায় বাংলাদেশের মুহাদ্দিসগণের অবদান (১৯৭১-২০১২)বাংলাদেশ: ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ২৩৫।