আয়নীয় তরল (Ionic Liquid) হল একধরনের লবণ, যা সাধারণ অবস্থায় তরল থাকে। অন্যভাবে বললে, যে সমস্ত লবণের গলনাঙ্ক ১০০ ডিগ্রী সেল্সিয়স (আপাত নির্ধারিত মান) এর কম হয়, শুধুমাত্র তাদেরকেই এই নামে ডাকা হয়। সাধারণ তরল (যেমন জল বা তেল) যেমন শুধু অণু দিয়ে গঠিত হয়, সেরকম না হয়ে আয়নীয় তরল শুধুমাত্র অথবা বেশির ভাগটাই আয়ন দিয়ে গঠিত হয়। এই নামে ছাড়াও এদেরকে আয়নীয় লবণ, তরল লবণ, অথবা গলিত লবণ ইত্যাদি বিভিন্ন নামেও ডাকা হয়ে থাকে।[১][২][৩]

The chemical structure of 1-butyl-3-methylimidazolium hexafluorophosphate ([BMIM]PF6), a commonly encountered ionic liquid.

বেশ কিছু নতুন এবং আকর্ষণীয় বৈশিষ্ট্য থাকার জন্য আয়নীয় তরল অনেক ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে, এবং এখনো অনেক জায়গাতে এদের প্রয়োগে সুফল পাওয়া যেতে পারে। সাধারণ লবণ (NaCl) ও সম্পূর্ণ ভাবে আয়ন দিয়ে গঠিত হলেও, এর গলনাঙ্ক অনেক বেশি (801 °C)। এজন্যে সাধারণ লবণকে আয়নীয় কঠিন পদার্থ বলা যেতে পারে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Thomas Welton (১৯৯৯)। "Room-Temperature Ionic Liquids"। Chem. Rev.99: 2071–2084। ডিওআই:10.1021/cr980032t 
  2. F. Endres, S. Zein El Abedin (২০০৬)। "Air and water stable ionic liquids in physical chemistry"। Phys. Chem. Chem. Phys.8 (18): 2101–16। ডিওআই:10.1039/b600519pপিএমআইডি 16751868বিবকোড:2006PCCP....8.2101E 
  3. Freemantle, Michael (২০০৯)। An Introduction to Ionic LiquidsRoyal Society of Chemistryআইএসবিএন 978-1-84755-161-0 

বহিঃসংযোগ সম্পাদনা