মার্কিন মনোবিদ্যা সমিতি
যুক্তরাষ্ট্র ও কানাডার মনোবিদদের বৃহত্তম বৈজ্ঞানিক ও পেশাদার সংস্থা
(আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন থেকে পুনর্নির্দেশিত)
মার্কিন মনোবিদ্যা সমিতি বা আমেরিকান সাইকোলজিকাল অ্যাসোসিয়েশন (এপিএ) হল যুক্তরাষ্ট্র ও কানাডার মনোবিদদের বৃহত্তম বৈজ্ঞানিক ও পেশাদার সংস্থা।[১] বিজ্ঞানী, শিক্ষক, চিকিৎসক, উপদেষ্টা এবং ছাত্র মিলিয়ে প্রায় ১,৩৪,০০০ জন সদস্যবিশিষ্ট এই সংস্থা বিশ্বেরও বৃহত্তম মনোবিদ-সংগঠন।[১] এপিএর বার্ষিক বাজেট প্রায় সাড়ে ১১ কোটি মার্কিন ডলার।[২] এর ৫৪ টি শাখা আছে। এই শাখাগুলো মনোবিদ্যার অন্তর্গত বিভিন্ন উপ-বিষয়ের উপর দক্ষতার ভিত্তিতে কর্মবিভাজন করে থাকে।[৩]
গঠিত | ১৮৯২ |
---|---|
সদরদপ্তর | ৭৫০ ফার্স্ট স্ট্রীট, NE ওয়াশিংটন ডি. সি., যুক্তরাষ্ট্র |
সদস্যপদ | ১৩৪,০০০ জন সদস্য |
২০১৫ প্রেসিডেন্ট | ব্যারি এস. অ্যান্টন |
সিইও | নর্মান বি. অ্যান্ডার্সন |
ওয়েবসাইট | www |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "About APA"। APA.org। সংগ্রহের তারিখ ২০১২-১২-১৪।
- ↑ "APA Reports"। APA.org। সংগ্রহের তারিখ ২০১৫-০২-২০।
- ↑ "Divisions of the APA"। APA.org। সংগ্রহের তারিখ ২০১২-১২-১৪।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |