আমিরাত হল এক প্রকার শাসনব্যবস্থা যেখানে শাসক আমির নামে পরিচিত। কিছু মুসলিম রাষ্ট্রে আমিরাত পদ্ধতির প্রয়োগ দেখা যায়। আমির বংশানুক্রমিকভাবে নির্বাচিত হন।

উৎপত্তিসম্পাদনা

উৎপত্তিগতভাবে আমিরাত দ্বারা বোঝানো হয় আমিরের শাসনাধীন এলাকা।

রাষ্ট্রের ক্ষেত্রে ব্যবহারসম্পাদনা

সংযুক্ত আরব আমিরাতে এই ব্যবস্থা বিদ্যমান রয়েছে। রাষ্ট্র সাতটি আমিরাতের ফেডারেশন হিসেবে পরিচালিত হয়। প্রত্যেক আমিরাত উত্তরাধিকার সূত্রে নিযুক্ত আমির কর্তৃক শাসিত হয়।

প্রাদেশিক ক্ষেত্রেসম্পাদনা

আরবি ভাষায় আমিরাতকে সাধারণ অর্থে রাষ্ট্রের শাসিত এলাকার ক্ষেত্রেও ব্যবহার করা চলে এবং তা বংশীয় শাসকের ক্ষেত্রে ব্যবহার হয়।

স্বাধীন আমিরাতসমূহসম্পাদনা

প্রাক্তন ও একীভূত আমিরাতসমূহসম্পাদনা

প্রাক্তন ও ব্যাপক স্বীকৃতিহীন আমিরাতসমূহের একটি তালিকা এখানে প্রদান করা হয়।

ইউরোপসম্পাদনা

ইবেরিয়াসম্পাদনা

ভূমধ্যাগরীয় অঞ্চলসম্পাদনা

ককেসাসসম্পাদনা

এশিয়াসম্পাদনা

নিকট প্রাচ্যসম্পাদনা

আরবসম্পাদনা

মধ্য এশিয়া ও ভারত উপমহাদেশসম্পাদনা

আফ্রিকাসম্পাদনা

উত্তর আফ্রিকাসম্পাদনা

নাইজেরিয়াসম্পাদনা

আরও দেখুনসম্পাদনা