আমিনুল হক (অ্যাটর্নি জেনারেল)

বাংলাদেশী আইনজীবী

আমিনুল হক (১৯ এপ্রিল ১৯৩১ - ১৩ জুলাই ১৯৯৫) একজন বাংলাদেশী আইনজীবী ছিলেন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন। [] তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্য ফরিদা আক্তারের (মৃত্যু ২০০৭) স্বামী। [] তিনি আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত এবং ১৯৬৯ সালে ঢাকা সেনানিবাসে পাকিস্তান সামরিক বাহিনীর হাতে নিহত সার্জেন্ট জহুরুল হকের বড় ভাই ছিলেন। []

আমিনুল হক
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৩১-০৪-০৪)৪ এপ্রিল ১৯৩১
নোয়াখালী, পূর্ব বাংলা, ব্রিটিশ ভারত (বর্তমানে বাংলাদেশ)
মৃত্যু১৩ জুলাই ১৯৯৫(1995-07-13) (বয়স ৬৪)
জাতীয়তাবাংলাদেশী

হক আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, যা বেসরকারী, নাগরিক অধিকার এবং আইনজীবী সহায়তা সংস্থা ছিল। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Death anniversary"The Daily Star। ১৩ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৭ 
  2. "Obituary"The Daily Star। ৭ জুন ২০০৭। ১৫ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৭ 
  3. "Life, work of 4 ASK founders celebrated"The Daily Star। ২০ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৭