আমিনুর রশীদ চৌধুরী

আমিনুর রশীদ চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন খ্যাতনামা সাংবাদিক। প্রাচীন 'যুগভেরী' পত্রিকার সম্পাদক হিসেবে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।[১][২]

আমিনুর রশীদ চৌধুরী
জন্ম১৭ নভেম্বর ১৯১৫ ইং
মৃত্যু৩০ আগস্ট ১৯৮৫ ইং
পেশাসাংবাদিকতা
পিতা-মাতাআবদুর রশীদ চৌধুরী (বাবা) রাজিয়া বেগম (মা)
আত্মীয়

প্রাথমিক পরিচয় সম্পাদনা

আমীনুর রশীদ চৌধুরীর জন্ম ১৯১৫ সালের ১৭ নভেম্বর কলকাতায় মামার বাড়ীতে। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দরগাপাশায়। তাঁর পিতা আব্দুর রশিদ চৌধুরী ছিলেন অবিভক্ত ভারতের কেন্দ্রীয় বিধান সভার সদস্য। মা ছিলেন কলকাতার খান বাহাদুর আগা কবির উদ্দিন আহমদের ভাইজি রাজিয়া বেগম। ১৯ জুন ১৯১৯ সালে মা রাজিয়া বেগম ইন্তেকাল করলে তার দেখাশোনার দায়িত্ব নেন রাজিয়া বেগমের সহপাঠিনী নি:সন্তান এলিজাবেথ।[৩]

মৃত্যু সম্পাদনা

১৯৮৫ সালের ৩০ আগস্ট খ্যাতিমান সাংবাদিক কর্মবীর আমিনুর রশীদ চৌধুরী মৃত্যুবরণ করেন। তাঁকে হযরত শাহজালাল র.-এর মাজার সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয়।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. প্রতিবেদক, নিজস্ব। "সিলেটের প্রাণপুরুষ আমিনুর রশীদ চৌধুরী"Prothomalo। ২০২২-০৪-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৪-৩০ 
  2. "আমীনুর রশিদ চৌধুরী: ভুলিনি, ভুলবো না কোনোদিন : অজয় পাল"The Daily Sylheter Shomoy (ইংরেজি ভাষায়)। ২০২১-১০-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৪-৩০ 
  3. চৌধুরী, আমিনুর (২০১০)। সত্য ও তথ্য অসম্পূর্ণ আত্মজীবনী। সাহিত্য প্রকাশ। আইএসবিএন 9847012401002 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)