আমিনপুর
আমিনপুর পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন একটি গ্রাম।
আমিনপুর | |
---|---|
ডাকনাম: আমিনপুর, পুরাতন বাজার | |
বাংলাদেশে আমিনপুরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫৫′ উত্তর ৮৯°৩৭′ পূর্ব / ২৩.৯২° উত্তর ৮৯.৬২° পূর্বস্থানাঙ্ক: ২৩°৫৫′ উত্তর ৮৯°৩৭′ পূর্ব / ২৩.৯২° উত্তর ৮৯.৬২° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | পাবনা জেলা |
উপজেলা | বেড়া উপজেলা |
আসন | পাবনা ০২ আসন(সংসদীয় ৬৯ আসন) |
সরকার | |
আয়তন | |
• মোট | ২৩৩.৫৯ বর্গকিমি (৯০.১৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৩) | |
• মোট | ২,৯৫,৩৩৪ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৬৬৮২ ![]() |
ইতিহাসসম্পাদনা
আমিনপুর নামটি আরবি শব্দ 'আমিন' থেকে নেওয়া হয়েছে। 'আমিন' শব্দের একাধিক অর্থ রয়েছে। 'আমিন ' শব্দের এক অর্থ জমি জরিপকারী। আরেক অর্থ তদারককারী।আমিনপুর গ্রামটি একটি প্রাচীন গ্রাম। মোগল আমলে এখানে জনবসতি গড়ে ওঠে। তখন মোগল কর্মচারী স্বরূপ কিছু মুসলমান ভূমি জরিপকারী 'আমিন' এখানে অস্থায়ী বসতি স্থাপন করে। এবং এই স্থানটির নামকরণ করা হয় আমিনপুর। মতান্তরে ; আমিনপুর গ্রামটি পূর্ব সিন্দুরী গ্রামের একটি পাড়া ছিল। এককালে এখানে সম্ভ্রন্ত মুসলমানদের বসতি ছিল। জৈনিক সম্ভ্রান্ত ব্যক্তি ' আমিন' সাহেবের নামানুসারে গ্রামটির নামকরণ করা হয় - আমিনপুর।
সূত্রঃ- পাবনা জেলার গ্রামের নামকরণের ইতিহাস - ১৪।