আমার আপনজন
রাজা চন্দ পরিচালিত ২০১৭ সালের চলচ্চিত্র
আমার আপনজন হলো রাজা চন্দ পরিচালিত ২০১৭ সালের ভারতীয় বাংলা ভাষার একটি প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি তামিল চলচ্চিত্র অটোগ্রাফ-এর পুনর্নিমাণ। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।[২]
আমার আপনজন | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | রাজা চন্দ |
প্রযোজক | সোহম চক্রবর্তী |
চিত্রনাট্যকার | রাজা চন্দ |
কাহিনিকার | চেরন |
শ্রেষ্ঠাংশে | সোহম চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ঐন্দ্রিতা রায় প্রিয়াঙ্কা সরকার মিমি চক্রবর্তী সিদ্ধার্থ চট্টোপাধ্যায় |
সুরকার | ডাব্বু দোলন-মৈনাক |
চিত্রগ্রাহক | শীর্ষ রায় |
সম্পাদক | অনিন্দ্য চট্টোপাধ্যায় |
পরিবেশক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ₹১.২ কোটি[১] |
আয় | প্রা. ₹৩ কোটি[১] |
অভিনয়শিল্পী
সম্পাদনা- সোহম চক্রবর্তী - জয়দীপ
- শুভশ্রী গঙ্গোপাধ্যায় - শ্রী
- ঐন্দ্রিতা রায় - সায়নী
- প্রিয়াঙ্কা সরকার - প্রিয়া
- মিমি চক্রবর্তী - মৌ
- সিদ্ধার্থ চট্টোপাধ্যায়
- খরাজ মুখোপাধ্যায়
- সুভদ্রা মুখোপাধ্যায় - জয়দীপের মা
- শান্তিলাল মুখোপাধ্যায় - জয়দীপের বাবা
সঙ্গীত
সম্পাদনাআমার আপনজন | ||||
---|---|---|---|---|
ডাব্বু ও দোলন-মৈনাক কর্তৃক সাউন্ডট্র্যাক | ||||
মুক্তির তারিখ | ২০১৭ | |||
ভাষা | বাংলা | |||
সঙ্গীত প্রকাশনী | এসভিএফ মিউজিক | |||
প্রযোজক | সোহম চক্রবর্তী | |||
ডাব্বু ও দোলন-মৈনাক কালক্রম | ||||
|
ডাব্বু ও দোলন-মৈনাক চলচ্চিত্রটির সব গানের সুর করেছেন, গানগুলো লিখেছেন প্রসেন ও রাজা চন্দ।
নং. | শিরোনাম | রচয়িতা | শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "এলে চুপি চুপি" | প্রসেন | আরমান মালিক, অন্তরা মিত্র | |
২. | "এসো আমার নদীর তীরে" | প্রসেন | শান, অন্তরা মিত্র | |
৩. | "চল খুঁজি" | রাজা চন্দ | নচিকেতা চক্রবর্তী | |
৪. | "আমার যা কিছু কথা" | রাজা চন্দ | অন্বেষা | |
মোট দৈর্ঘ্য: | ১৫:৪০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Amar Aponjon Bengali Movie Review and Rating"। www.moviesfyi.com (ইংরেজি ভাষায়)। ৩০ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৭।
- ↑ "Amar Aponjon"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৫-০১-০৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে আমার আপনজন (ইংরেজি)