আমানুল্লাহ খান (রাজনীতিবিদ)
আমানুল্লাহ খান (১৯৩৮-২০১৮) বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য।[১]
আমান উল্লাহ খান | |
---|---|
![]() | |
বগুড়া-৭ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৭৩ – ১৯৭৫ | |
পূর্বসূরী | শুরু স্বাধীনতা লাভ |
উত্তরসূরী | হাবিবুর রহমান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৩৮ বগুড়া জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ১৫ মার্চ ২০১৮ শহীদ জিয়াউর রহমান হাসপাতাল, বগুড়া। |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনাআমানউল্লাহ খান ১৯৩৮ সালে (অন্য সুত্রে ১৯৪১ সালে[২]) বগুড়া জেলার শেরপুর উপজেলার জয়লা জুয়ান গ্রামে জন্মগ্রহণ করেন।[৩]
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনাআমানউল্লাহ খান ১৯৬৯-১৯৭৪ পর্যন্ত বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক বাংলাদেশ সম্পাদক ছিলেন। ১৯৬৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের উত্তরাঞ্চলীয় আবাসিক প্রতিনিধি ছিলেন তিনি। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় নির্বাচনে বগুড়া-৭ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১] ১৯৮২-১৯৮৭ সাল পর্যন্ত তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন।[৩]
গ্রন্থ
সম্পাদনাআমানউল্লাহ খান ১৯৬৮ সালে ‘আজকের বগুড়া’ রচনা করেন।[২]
মৃত্যু
সম্পাদনাআমানুল্লাহ খান ১৫ মার্চ ২০১৮ সালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ গ "বঙ্গবন্ধুর সহচর আমান উল্লাহ খান আর নেই"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৫ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ "বগুড়ার প্রবীণ রাজনীতিবিদ ও সাংবাদিক আমান উল্লাহ খানের ইন্তেকাল"। দৈনিক ইনকিলাব। ২০২০-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২২।