আমগ্রাম ইউনিয়ন

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার একটি ইউনিয়ন

আমগ্রাম ইউনিয়ন বাংলাদেশর ঢাকা বিভাগের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার একটি ইউনিয়ন যা ১৪টি গ্রাম নিয়ে গঠিত।[১]

আমগ্রাম
ইউনিয়ন
আমগ্রাম ঢাকা বিভাগ-এ অবস্থিত
আমগ্রাম
আমগ্রাম
আমগ্রাম বাংলাদেশ-এ অবস্থিত
আমগ্রাম
আমগ্রাম
বাংলাদেশে আমগ্রাম ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১০′৫″ উত্তর ৯০°২′০″ পূর্ব / ২৩.১৬৮০৬° উত্তর ৯০.০৩৩৩৩° পূর্ব / 23.16806; 90.03333 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলামাদারীপুর জেলা
উপজেলারাজৈর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোঃ জমিরউদ্দিন খান[১]
আয়তন
 • মোট৩৬.৯৮ বর্গকিমি (১৪.২৮ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৬,৫৪৭
 • জনঘনত্ব৭২০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৫.২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ভৌগোলিক উপাত্ত সম্পাদনা

আমগ্রাম ইউনিয়নের মোট আয়তন ৮,৯৯৪ একর বা ৩৬.৯৮ বর্গ কিলোমিটার। গ্রামের সংখ্যা ১৪টি। ঘরবাড়ির সংখ্যা ৫,৭১৬টি। এই ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে কুমার নদী।[১]

২০১১ সালের হিসেব অনুযায়ী এ ইউনিয়নে হাট-বাজার রয়েছে ৩টি।

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আমগ্রাম ইউনিয়নের ৫,৭১৬টি পরিবারে মোট জনসংখ্যা ২৬,৫৪৭ জন এবং প্রতি বর্গ কিলোমিটারে ৭২০ জন লোক বাস করে। এদের মধ্যে ১৩,৫৪৭ জন পুরুষ ও ১৩,০০৭ জন মহিলা এবং লিঙ্গ অনুপাত ১০৪। মুসলিম ধর্মালম্বী ৯,৮৮৫ জন, হিন্দু ধর্মালম্বী ১৬,০১৪ জন, খ্রিস্টান ধর্মালম্বী ৬৩৬ জন, বৌদ্ধ ধর্মালম্বী ৮ জন ও অন্যান্য ৪ জন।[২]

গ্রামভিত্তিক লোকসংখ্যা সম্পাদনা

নিবন্ধিত গ্রাম ভিত্তিক জন সংখ্যা :[১]

গ্রামের নাম পুরুষ নারী
আমগ্রাম ৩৩৪০ ৩২৫৯
বিল পাবনিয়া ৩২১ ৩১৭
দক্ষিণ পাখুল্যা ৩৮৬ ৩২৪
হোগলা ৫২০৬ ৫০২৭
মোল্লাকান্দি ৬৬৭ ৬৫১
নরারকান্দি ১০৯২ ১০৩৪
বাসাবাড়ী ৬১৪ ৫৩৭
মঠবাড়ী ৪৯৩ ৫০৮
বড়দিয়া ৯৫ ৮৮
পূর্ব তেলিকান্দি ৯১৮ ৯০৮
পশ্চিম তেলিকান্দি ২৯৭ ২৭৯
উত্তর হোগলা ৩৯৯ ৪১৯
দক্ষিণ হোগলা ৬৩১ ৬০৩
কান্দিয়া ৮৬০ ৮০১

শিক্ষা সম্পাদনা

২০১১ সালের হিসেব অনুযায়ী আমগ্রাম ইউনিয়নের সাক্ষরতার হার ৪৫.২% (পুরুষ ৪৯.৩%, মহিলা-৪০.৯%)।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "আমগ্রাম ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। ১৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৬ 
  2. COMMUNITY REPORT: MADARIPUR (ইংরেজি ভাষায়)। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ফেব্রুয়ারি ২০১৫। আইএসবিএন 978-984-33-8597-0