আব্দুস শাফী মেমোরিয়াল হাই স্কুল
আব্দুস শাফী মেমোরিয়াল হাই স্কুল (ইংরেজি: Abdus Shafi Memorial High School) বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা সদরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
আব্দুস শাফী মেমোরিয়াল হাই স্কুল Abdus Shafi Memorial High School | |
---|---|
আব্দুস সাফী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান দরজা। | |
অবস্থান | |
![]() | |
বাংলাদেশ | |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | বেসরকারি বিদ্যালয় মাধ্যমিক |
প্রতিষ্ঠিত | ১৯৭২ |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর |
বিদ্যালয় জেলা | দিনাজপুর |
সেশন | জানুয়ারি - ডিসেম্বর |
ইআইআইএন | ১২০৯৭৭ |
অনুষদ |
|
শিক্ষকমণ্ডলী | ১৬ |
লিঙ্গ | বালক-বালিকা |
শিক্ষার্থী সংখ্যা | ৩৫২ জন |
শ্রেণী | ৬-১০ |
শিক্ষা ব্যবস্থা | জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড |
ভাষা | বাংলা |
আয়তন | ১ একর |
ক্যাম্পাসের ধরন | অনাবাসিক |
ইতিহাসসম্পাদনা
আব্দুস শাফী মেমোরিয়াল হাই স্কুলটি স্থানীয় শিক্ষার উন্নয়নের চিন্তা থেকে স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিগণের মহতী উদ্যাগে ১৯৭২ সালে প্রতিষ্ঠা লাভ করে।
বর্ণনাসম্পাদনা
বিদ্যালয়টি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা এলাকায় অবস্থিত। বিদ্যালয়ে সকল ধর্মের বালক বালিকাদের অধ্যয়নের সুয়োগ রয়েছে। বিদ্যালয়টি দুটি ভবন নিয়ে গঠিত। বিদ্যালয়ের সামনে রয়েছে একটি খেলার মাঠ। বর্তমানে বিদ্যালয়টিতে বিজ্ঞান ও মানবিক বিভাগ চালু আছে।