আব্দুল মান্নান মন্ডল

বাংলাদেশী রাজনীতিবিদ

আব্দুল মান্নান মন্ডল (আনু. ১৯৫৩-৭ জুন ২০১৮) বাংলাদেশের গাইবান্ধা জেলার রাজনীতিবিদগাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য[][]

অধ্যক্ষ
আব্দুল মান্নান মন্ডল
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ – ১২ জুন ১৯৯৬
পূর্বসূরীআতাউর রহমান
উত্তরসূরীআবদুল মোত্তালিব আকন্দ
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু. ১৯৫৩
গাইবান্ধা জেলা
মৃত্যু৭ জুন ২০১৮
আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
সন্তানতিন মেয়ে

প্রাথমিক জীবন

সম্পাদনা

আব্দুল মান্নান মন্ডল ১৯৫৩ সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের শাখাহার ইউনিয়নের দশলাল (জানখুর) গ্রামে জন্মগ্রহণ করেন।[]

রাজনৈতিক জীবন

সম্পাদনা

আব্দুল মান্নান মন্ডল ১৯৭৪ সালে ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতি জীবন শুরু করেন। এর পর ছাত্রদলে যোগদিয়ে বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এবং আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ ও তিতুমীর হল সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে বিএনপির গোবিন্দগঞ্জ থানা যুগ্মসম্পাদক ও ১৯৯২ সাল থেকে আমৃত্যু গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি দিনাজপুরের হাকিমপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।[] ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে গাইবান্ধা-৪ আসনে তিনি পরাজিত হয়েছিলেন। তিনি ১৯৫৬ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত শাখাহার ইউনিয়নের পরপর পাঁচমেয়াদে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।[]

মৃত্যু

সম্পাদনা

আব্দুল মান্নান মন্ডল ৭ জুন ২০১৮ সালে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট (৭ জুন ২০১৮)। "গাইবান্ধা-৪ আসনের সাবেক এমপি মান্নান আর নেই"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২০ 
  3. গাইবান্ধা প্রতিনিধি (৮ জুন ২০১৮)। "গাইবান্ধা-৪ আসনের সাবেক এমপি অধ্যক্ষ আবদুল মান্নান আর নেই"বাংলা ট্রিবিউন। ২৯ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২০ 
  4. অনলাইন ডেস্ক (৭ জুন ২০১৮)। "গাইবান্ধা-৪ আসনের সাবেক এমপি মান্নান আর নেই"দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২০