আব্দুল মান্নান মন্ডল
আব্দুল মান্নান মন্ডল (আনু. ১৯৫৩-৭ জুন ২০১৮) বাংলাদেশের গাইবান্ধা জেলার রাজনীতিবিদ ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য।[১][২]
অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল | |
---|---|
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ – ১২ জুন ১৯৯৬ | |
পূর্বসূরী | আতাউর রহমান |
উত্তরসূরী | আবদুল মোত্তালিব আকন্দ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আনু. ১৯৫৩ গাইবান্ধা জেলা |
মৃত্যু | ৭ জুন ২০১৮ আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সন্তান | তিন মেয়ে |
প্রাথমিক জীবন
সম্পাদনাআব্দুল মান্নান মন্ডল ১৯৫৩ সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের শাখাহার ইউনিয়নের দশলাল (জানখুর) গ্রামে জন্মগ্রহণ করেন।[৩]
রাজনৈতিক জীবন
সম্পাদনাআব্দুল মান্নান মন্ডল ১৯৭৪ সালে ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতি জীবন শুরু করেন। এর পর ছাত্রদলে যোগদিয়ে বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এবং আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ ও তিতুমীর হল সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে বিএনপির গোবিন্দগঞ্জ থানা যুগ্মসম্পাদক ও ১৯৯২ সাল থেকে আমৃত্যু গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি দিনাজপুরের হাকিমপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।[১] ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে গাইবান্ধা-৪ আসনে তিনি পরাজিত হয়েছিলেন। তিনি ১৯৫৬ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত শাখাহার ইউনিয়নের পরপর পাঁচমেয়াদে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।[৩]
মৃত্যু
সম্পাদনাআব্দুল মান্নান মন্ডল ৭ জুন ২০১৮ সালে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[৩][৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট (৭ জুন ২০১৮)। "গাইবান্ধা-৪ আসনের সাবেক এমপি মান্নান আর নেই"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২০।
- ↑ ক খ গ গাইবান্ধা প্রতিনিধি (৮ জুন ২০১৮)। "গাইবান্ধা-৪ আসনের সাবেক এমপি অধ্যক্ষ আবদুল মান্নান আর নেই"। বাংলা ট্রিবিউন। ২৯ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২০।
- ↑ অনলাইন ডেস্ক (৭ জুন ২০১৮)। "গাইবান্ধা-৪ আসনের সাবেক এমপি মান্নান আর নেই"। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২০।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |