আব্দুল করিম (মৃত্তিকা বিজ্ঞানী)
আব্দুল করিম (আনু. ১৯২২ - আনু. ২২ ডিসেম্বর, ১৯৭৩) ছিলেন একজন বাংলাদেশী মৃত্তিকা বিজ্ঞানী।[১]
আব্দুল করিম | |
---|---|
জন্ম | আনুমানিক ১৯২২ |
মৃত্যু | ডিসেম্বর ২২, ১৯৭৩ |
শিক্ষা | পিএইচডি (মৃত্তিকা বিজ্ঞান) |
মাতৃশিক্ষায়তন | ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় এডিলেড বিশ্ববিদ্যালয় |
প্রতিষ্ঠান | বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় |
শিক্ষা এবং কর্মজীবন
সম্পাদনাকরিম ১৯৩৯ সালে হোমনা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক এবং ১৯৪২ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করেন। যথাক্রমে ১৯৪৫ এবং ১৯৪৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বিএস এবং এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ে এই ক্ষেত্রে বক্তৃতা দিয়েছেন। ইউনেস্কোর একটি ফেলোশিপ তাকে অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানে পিএইচডি অর্জন করতে সক্ষম করে। ১৯৫১ সালে সেখানে ডক্টরেট করার পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত মৃত্তিকা বিজ্ঞান বিভাগে ফিরে আসেন এবং ১৯৬৩ সালে বিভাগীয় প্রধান হন।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের প্রথম প্রধান ছিলেন। তিনি কৃষি অনুষদের ডিনের দায়িত্বও পালন করেছিলেন।
করিম বায়োগ্যাস প্রযুক্তি, ভোজ্যতেলের নতুন উৎস এবং কাচ উৎপাদনের নতুন কৌশল নিয়ে কাজ করেছেন।
পুরস্কার
সম্পাদনা- ১৯৮০ সালে রাষ্ট্রপতির স্বর্ণপদক (মরণোত্তর) [১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ তানজিনা খান মুন্নী (২০১২)। "করিম, আব্দুল"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।