আব্দুল্লাহ ইবনে উসমান
আব্দুল্লাহ ইবনে উসমান ইবনে আফফান (আরবি: عبدالله بن عثمان بن عفان; ৬২০ – ৬২৫) ছিলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাতি এবং ইসলামের তৃতীয় খলিফা উসমান রা. ও নবীজির কন্যা রুকাইয়া রা. এর পুত্র।[১]
আব্দুল্লাহ ইবনে উসমান রা. | |
---|---|
عبدالله بن عثمان | |
জন্ম | আব্দুল্লাহ ৬২০ |
মৃত্যু | নভেম্বর ৬২৫ |
সমাধি | জান্নাতুল বাকী |
পরিচিতির কারণ | নবীজি মুহাম্মদ সা. এর নাতী ও ইসলামের তৃতীয় খলিফা উসমানের তৃতীয় পুত্র। |
পিতা-মাতা |
|
আত্মীয় | মুহাম্মদ (মায়ের দিক থেকে নানা) খাদিজা (মায়ের দিক থেকে নানি) জয়নব (খালা) ফাতিমা (খালা) উম্মে কুলসুম (খালা) কাশিম (মামা) আব্দুল্লাহ(মামা) ইব্রাহিম (মামা) আরওয়া (দাদি) আবান (ভাই) |
পরিবার | বনু উমাইয়া (বাবার দিকের) আহলুল বাইত (মায়ের দিকের) |
জীবনী
সম্পাদনামুসআব জুবাইরি রহ. বর্ণনা করেন, উসমান রা. যখন আবিসিনিয়ায় হিজরত করেন, তখন তার সাথে তার স্ত্রী রুকায়াহ রা. বিনতে মুহাম্মদ সা. ও ছিলেন। সে সময়েই আব্দুল্লাহ রা. এর জন্ম হয়।
যখন তার বয়স ছয় বছর, তখন একটি মোরগ তার চোখে কামড় দেয়। যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি জুমাদাল আখিরাহ মাসের ৪র্থ হিজরিতে মারা যান। নবীজি সা. তার জানাজার নামাজ পড়ান।[২]