আবেগ-কে সংজ্ঞায়িত করা কঠিন। আবেগকে অনেকে অনুভূতির সমার্থক ধরে নেয়। যদিও অনুভূতি শারিরীক/মানসিক দুইই হতে পারে, আবেগ মূলতঃ মানসিক। এটা এমন একটি মানসিক অবস্থা যা স্বতঃস্ফূর্তভাবেই উদ্ভূত হয়; সচেতন উদ্যম থেকে নয়। এর সাথে মাঝে মাঝে শারিরীক পরিবর্তনও প্রকাশ পায়। সেক্ষেত্রে আবেগকে বলা যায় অনুভূতির উৎস। আবার শারীরিক ভাবে বলতে গেলে মসৃণ পেশী এবং বিভিন্ন গ্রন্থির কারণে শরীরের অন্তর্নিহিত পরিবর্তনই হল আবেগ ৷ সামগ্রিকভাবে, চেতনার যে অংশ অনুভূতি বা সংবেদনশীলতার সাথে সরাসরি সম্পর্কযুক্ত তাকে আবেগ বলা যায়।[][][][]

ষোলটি মুখ মানুষের আবেগ প্রকাশ করছে - চার্লস লে ব্রুনের পরে জে. পাস কর্তৃক রঙিন খোদাই করা, ১৮২১

আবেগ(Emotion) শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Emovere থেকে। Morgan & King এর মতে আবেগ এর ৫ টি উপাদান থাকা দরকার। সেই উপাদান গুলো হচ্ছেঃ ১। আবেগের মানসিক বা আত্মনিষ্ঠ অনুভূতি। ২। শারীরিক উত্তেজনা। ৩। শরীর বৃত্তীয় ভিত্তি। ৪। মৌখিক, ভাষাগত এবং অঙ্গ সঞ্চালনমূলক বহিপ্রকাশ। ৫। সংশ্লিষ্ট প্রেশনামূলক অবস্থা।

আবেগ []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Panksepp, Jaak (২০০৫)। Affective neuroscience: the foundations of human and animal emotions ([Reprint] সংস্করণ)। Oxford [u.a.]: Oxford Univ. Press। পৃষ্ঠা 9। আইএসবিএন 978-0195096736Our emotional feelings reflect our ability to subjectively experience certain states of the nervous system. Although conscious feeling states are universally accepted as major distinguishing characteristics of human emotions, in animal research the issue of whether other organisms feel emotions is little more than a conceptual embarrassment 
  2. Damasio AR (মে ১৯৯৮)। "Emotion in the perspective of an integrated nervous system"। Brain Research. Brain Research Reviews26 (2–3): 83–86। এসটুসিআইডি 8504450ডিওআই:10.1016/s0165-0173(97)00064-7পিএমআইডি 9651488 
  3. Ekman, Paul; Davidson, Richard J. (১৯৯৪)। The Nature of emotion: fundamental questions। New York: Oxford University Press। পৃষ্ঠা 291–293। আইএসবিএন 978-0195089448Emotional processing, but not emotions, can occur unconsciously. 
  4. Cabanac, Michel (2002). "What is emotion?" Behavioural Processes 60(2): 69–83. "[E]motion is any mental experience with high intensity and high hedonic content (pleasure/displeasure)."
  5. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৪