আবু নাসের খান চৌধুরী

আবু নাসের খান চৌধুরী (ডাকনাম: লেবু) একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন।তিনি সুজাপুরের এমএলএ হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।[১] যখন কংগ্রেস মমতা বন্দোপাধ্যায়ের মন্ত্রিসভা থেকে সমর্থন প্রত্যাহার করে, তখন তিনি তার দায়িত্বে ইস্তফা দেন।[২] ২০১৫ সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

আবু নাসের খান চৌধুরী (লেবু দা/লেবু ভাইজান)
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী
কাজের মেয়াদ
২০ মে, ২০০১ – সেপ্টেম্বর, ২০১২
এমএলএ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৩ জুলাই, ২০০৯
পূর্বসূরীমাসুম নূর
সংসদীয় এলাকাসুজাপুর
ব্যক্তিগত বিবরণ
জন্ম২২ অক্টোবর, ১৯৩৫
রাজনৈতিক দলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (২০১৫-বর্তমান)
ভারতীয় জাতীয় কংগ্রেস
বাসস্থানসাহজালালপুর, মালদা
প্রাক্তন শিক্ষার্থীজুরিখ বিশ্ববিদ্যালয় (ডক্টরেট)

শিক্ষা সম্পাদনা

১৯৫১ সালে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৬ সালে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হবার পর তিনি শিক্ষার জন্য দেশের বাইরে যান। তিনি যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৫ সালে মাস্টার্স শেষ করেন এবং সে দেশের লিস্টার বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করেন ১৯৭৬ সালে। ১৯৮৬ সালে তিনি সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ministers in Mamata's Cabinet"Government of West Bengal। ২১ মে ২০১১। ২০১১-১০-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০১১ 
    - "Mamata allots portfolios, keeps key ministries" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ অক্টোবর ২০১৪ তারিখে, IBN Live, 21 May 2011
    - Abhijit Dasgupta, "All the Didi's men", India Today, 22 May 2009
  2. "6 Congress ministers quit, withdraw support to the Mamata government"। rediff.com, 22 September 2012। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৪ 
  3. Zaidul Haque। "Muslim Ministers of West Bengal:An introduction"TwoCircles.net। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৪