আবু দুজানা সিমাক বিন খারাসা

আবু দুজানা সিমাক বিন খারাসা ছিলেন মুহাম্মদ স. এর একজন সাহাবা। তিনি দক্ষ তলোয়ারবাজ ছিলেন। সুন্নি ইসলামের প্রধান ছয় হাদিস সংকলনে তার উল্লেখ আছে।

Skilled in melee combat সম্পাদনা

যুদ্ধক্ষেত্রে মুহাম্মদ স এর সবচেয়ে দক্ষ সাথী হিসেবে আবু দুজানাকে স্মরণ করা হয়। বিশেষ করে মিলীই যুদ্ধের জন্যে স্মরনীয় হয়ে আছেন তিনি। তিনি যুদ্ধক্ষেত্রে মাথায় লাল ফিতা বেঁধে রাখতেন। তাই তাকে সহজে আলাদা করা যেতো।[১] উহুদের যুদ্ধে তিনি মুহাম্মদ স এর তলোয়ার লাভ করেন। হাদিসে যার উল্লেখ আছে:

Anas reported that prophet Muhammad took hold of his sword on the Day of Uhud and said: Who would take it from me? All the persons stretched their hands saying: I would do it, I would do it. He (Muhammad) said: Who would take it in order to fulfil its rights? Then the people withdrew their hands. Abu Dujana said: I am here to take it and fulfil its rights. He took it and struck the heads of the polytheists.[২]

উহুদের যুদ্ধ উহুদের যুদ্ধে রাসূল ﷺ সাহাবীদের উৎসাহ দেবার জন্য একটি ধারালো তরবারি হাতে নিয়ে বললেন যে " এটাকে গ্রহণ করবে?কে এর মর্যাদা রক্ষা করবেন? বলাবাহুল্য ওই তরবারিটি গ্রহণের জন্য কয়েকশো সাহাবী ছিলেন যাদের মাঝে অনেকে ছিল অত্যন্ত বীরযোদ্ধা। কিন্তু উপস্থিতদের মধ্যে আবু দুজানা ◌ؓ” এগিয়ে আসলেন এবং বললেন "হে আল্লাহর রাসূল! এই তরবারির হক্ব কি?" তখন আল্লাহর রাসূল বললেন "এর দ্বারা তুমি শত্রুদের মুখে এমন ভাবে মারবে যেন তা বেঁকে যায়" তখন আবু দুজানা ◌ؓ "হে আল্লাহর রাসূল আমি এরকমই করব" তখন রাসূল ﷺ আবু দুজনের হাতে তরোয়াল দিয়ে দেন। আবু দুজানা উঠেছিলেন তিনি যুদ্ধক্ষেত্রে মাথায় একটি লাল পাগড়ী বেঁধে অত্যন্ত গর্বভরে চলাফেরা করতেন। এই লাল পাগড়ী বাধা দেখে মানুষ বুঝতো যে, আবু দুজানা◌ؓ” এইবার শহীদ না হওয়া পর্যন্ত যুদ্ধ করবেন। তার হাঁটা দেখে রাসুল ﷺ বলতেন, "যুদ্ধক্ষেত্র ব্যতীত এরূপ চালচলন আল্লাহতালা পছন্দ করেন না"।



চলাকালে তিনি শত্রুদের মধ্যে ঢুকে পড়েন। এমনকি কুরাইশ নেতা হিন্দ বিনতে উতবার কাছে পৌঁছে যান, যিনি মৃত মুসলিমদের দেহ বিকৃত করতে উৎসাহ দিচ্ছিলেন। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়, আবু দুজানা মহিলার রক্তে মুহাম্মদ স এর তলোয়ার রঞ্জিত করতে চাননি বলে তাকে বর্শা দিয়ে আঘাত করেন।[৩]

উহুদের যুদ্ধে আবু দুজানা আঘাতপ্রাপ্ত হন। মুহাম্মদ স কে তীরের আঘাত থেকে বাঁচাতে তিনি পিঠ পেতে দেন।

অন্যান্য হাদিসে উল্লেখ সম্পাদনা

সহীহ বুখারীসহীহ মুসলিম সহ অন্যান্য হাদিস সংকলনে আবু দুজনার উল্লেখ আছে। তাকে আনাস কর্তৃক কাঁচা ও পাঁকা খেজুর থেকে তৈরি পানীয় পরিবেশনের উল্লেখ আছে। যখন মদ্যজাতীয় পানীয় পানে নিষেধাজ্ঞা জারী হয় তখন আনাস এই পানীয় খাওয়া ছেড়ে দেন।[৪]

মৃত্যু সম্পাদনা

তিনি ৬৩২ খ্রিষ্টাব্দে ইয়ামামার যুদ্ধে মৃত্যু বরণ করেন। ভন্ড নবী মুসাইলামাকে হত্যাকারী দুজনের একজন তিনি।[৫]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Life of the Prophet Muhammad : Al-Sira Al-Nabawiyya By Omar Ibn Kathir, Ibn Kathir, Al-Sira Al-Nabawiyya, pg.20
  2. Imam Muslim ibn al-Hajjaj al-Naysaburi। Sahih Muslim : The Virtues Of Abu Dujanah Simak Bin Kharashah। ২৬ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯ 
  3. History of Islam (Vol 1) By Akbar Shah Najeebabadi, pg. 173
  4. Muhammad al-Bukhari, Imam। Sahih Al Bukhari : Unripe-date drink and ripe-date drink should not be mixed if it is an intoxicant, and two cooked foods should not be put in one dish। ২৬ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯قَالَ إِنِّي لأَسْقِي أَبَا طَلْحَةَ وَأَبَا دُجَانَةَ وَسُهَيْلَ ابْنَ الْبَيْضَاءِ خَلِيطَ بُسْرٍ وَتَمْرٍ إِذْ حُرِّمَتِ الْخَمْرُ، فَقَذَفْتُهَا وَأَنَا سَاقِيهِمْ وَأَصْغَرُهُمْ، وَإِنَّا نَعُدُّهَا يَوْمَئِذٍ الْخَمْرَ. وَقَالَ عَمْرُو بْنُ الْحَارِثِ حَدَّثَنَا قَتَادَةُ سَمِعَ أَنَسًا. 
  5. A.I. Akram, The Sword of Allah: Khalidt bin al-Waleed, His Life and Campaigns, Nat. Publishing. House, Rawalpindi (1970) আইএসবিএন ০-৭১০১-০১০৪-X.