আবু তালহা আনসারী
আবু তালহা আনসারী, যায়েদ ইবনে সাহল ইবনে আল-আসওয়াদ ইবনে হারাম-আল-খাযরাজি নবী মুহাম্মদের একজন প্রসিদ্ধ সাহাবী এবং মদিনার একজন অন্যতম আনসার (‘সাহায্যকারী’) ছিলেন।[১] তিনি বনু খাযরাজ গোত্রের লোক ছিলেন, তিনি হিজরতের পরে আনসার হিসাবে পরিচিতি লাভ করেন। তিনি ইসলাসের প্রাথমিক যুগের একজন সাহসী যুদ্ধা এবং দক্ষ তীরন্দাজ হিসাবে পরিচিত ছিলেন। আবু তালহা নবীর ঘোড়সওয়ার হিসাবে পরিচিত ছিলেন[২] এবং আল-আকাবার আনুগত্যের শপথের সময় এবং বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে নবীর পাশে ছিল।[৩]
তিনি ৩৪ হিজরিতে (৬৫৪ খ্রিস্টাব্দ) ৭০ বছর বয়সে মদিনায় মৃত্যুবরণ করেন। তাঁর কাছ থেকে যারা হাদিস বর্ণনা করেছেন তারা হলেন: আনাস ইবনে মালিক, ইবনে আব্বাস, 'আবদুল্লাহ ইবনে আবু তালহা, 'আব্দুল রহমান ইবনে 'আবদুল ক্বারি, ইসহাক ইবনে' আবদুল্লাহ ইবনে আবি তালহা, যার মধ্যে সর্বশেষজন তাঁর পুত্র ছিলেন।[৪]