এম আবু ছালেহ

বাংলাদেশী রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও সাবেক গণপরিষদ সদস্য
(আবু ছালেহ থেকে পুনর্নির্দেশিত)

এম. আবু ছালেহ (১৯৪০-৩ আগস্ট ২০২২) ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযোদ্ধা ও সাবেক গণপরিষদ সদস্য। এছাড়া তিনি ছিলেন শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর।[১][২]

এম আবু ছালেহ
জন্ম
আবু ছালেহ

১৯৪০
মৃত্যু৩ আগস্ট ২০২২
চট্টগ্রাম
নাগরিকত্ব বাংলাদেশ
পেশারাজনীতিবিদ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীফাতেমা ছালেহ

প্রারম্ভিক জীবন সম্পাদনা

আবু ছালেহ ১৯৪০ সালে বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ইছামতিকুল গ্রামে জন্মগ্রহণ করেন।[৩] ছালেহ পেশাগত জীবনে ব্যাংকার হিসেবে পাকিস্তানের হাবিব ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চাকরি করেন।[৪]

রাজনৈতিক জীবন সম্পাদনা

আবু ছালেহ ছিলেন ষাটের দশকের চট্টগ্রামের ছাত্রনেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি ১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে অংশগ্রহণ করে সাতকানিয়া-কুতুবদিয়া-চকরিয়া (এন-ই-১৬০) উপজেলার এম.এন.এ নির্বাচিত হন। ছালেহ মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম দক্ষিণ ও পূর্ব অঞ্চলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।[৩] এছাড়াও, ছালেহ চট্টগ্রাম জেলা ছাত্রলীগ সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।[২]

মৃত্যু সম্পাদনা

আবু ছালেহ ২০২২ সালের ৩ আগস্ট বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "'এম. আবু ছালেহ আদর্শ রাজনীতির অনুকরণীয় ব্যক্তিত্ব'"। দৈনিক সমকাল। ১৫ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২০ 
  2. "সাবেক গণপরিষদ সদস্য আবু ছালেহের সাথে মেয়রপ্রার্থী রেজাউল করিমের সাক্ষাৎ"। দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২০ 
  3. "প্রখ্যাত ব্যক্তিত্ব"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৯ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২০ 
  4. "মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজনীতিবিদ আবু ছালেহ"দৈনিক আজাদী। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৩ 
  5. "মুক্তিযুদ্ধের সংগঠক আবু ছালেহ আর নেই"। বিডিনিউজ ২৪। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২২