আবু কাতাদাহ আল আনসারী

আবু কাতাদাহ আল আনসারী (আরবি: أبو قتادة الأنصاري) ছিলেন ইসলামের নবী হযরত মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন সাহাবী। তিনি উহুদ ও হুদায়বিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি হারিস ইবনে রাব্বি (আরবি: الحارث بن ربعي) নামেও পরিচিত ছিলেন।

আবু কাতাদাহ আল আনসারী أبو قتادة بن ربيع الأنصاري الخزرجي
عبادة بن الصامت
জন্মহিজরতের ১৮ বছর পূর্বে/৬০৪ খ্রীষ্টাব্দে
মৃত্যু৩৪ হিজরি / ৬৫৬ খ্রী
সমাধিমদিনা, সৌদি আরব
পরিচিতির কারণ
পিতা-মাতা
  • রুবাই বিন বালদামা বিন খানাস বিন সিনান বিন উবাইদ (رِبْعِي بن بَلْدَمة بن خُنَاس بن سِنَان بن عُبَيْد)[১] (পিতা)
  • কাবশাহ বিনতে মুথার বিন হারাম বিন সাওয়াদ (كبشة بنت مطهر بن حرام بن سواد)[১] (মাতা)

ইন্তেকাল সম্পাদনা

হযরত আবু কাতাদাহ্র রা. মৃত্যু সন নিয়ে দারুন মতভেদ আছে। কুফাবাসীদের মতে হিজরী ৩৮ সনে তিনি কুফায় মারা যান এবং হযরত আলী রা. সাত তাকবীরের সাথে তাঁর জানাযার নামায পড়ান। ইমাম শা’বী বলেন, সাত নয়, বরং ছয় তাকবীরের সাথে।

হাসান ইবন ’উসমান

বলেন, তিনি হিজরী- ৪০ সনে মারা যান। ওয়াকিদী বলেন, হিজরী ৫৪ সনে ৭২ বছর বয়সে মদীনায় মারা যান। আবার কেউ বলেছেন, ৭২ নয়; বরং ৭০ বছর বয়সে। ইমাম বুখারী ‘আল-আওসাত’ গ্রন্থে যারা হিজরী ৫০ থেকে ৬০ সনের মধ্যে মারা গেছেন, তাঁদের মধ্যে আবু কাতাদাহ্র নামটি উল্লেখ করেছেন। তিনি আরো বলেছেন, মারওয়ান যখন মু’য়াবিয়ার রা. পক্ষ থেকে মদীনার ওয়ালী তখন তিনি আবু কাতাদাহ্কে একবার দেখা করার জন্য ডেকে পাঠান এবং তিনি মারওয়ানের সাথে দেখা করেন। এর সমর্থনে আর একটি বর্ণনা দেখা যায়।

মু’য়াবিয়া রা. যখন মদীনায় আসেন তখন সবশ্রেণীর

মানুষ তাঁর সাথে দেখা করে। তখন তিনি আবু কাতাদাহ্কে ডেকে বলেনঃ শুধু আপনারা-আনসাররা ছাড়া সব মানুষই আমার সাথে দেখা করেছে। এসব বর্ণনা দ্বারা নিশ্চিতভাবে বুঝা যায় তিনি হিজরী ৪০ সনের পরে মারা গেছেন। (দ্রঃ আল-ইসাবা- ৪/১৫৯; আল-আ’লাম- ২/১৫৪; উসুদুল গাবা- ৫/২৭৫)

জন্ম ও পরিচয়[২] সম্পাদনা

আবু কাতাদাহ মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি খাজরাজ গোত্রের শাখা গোত্র বানু সুলায়মের সদস্য ছিলেন। তার পিতার নাম রাব’য়ী ইবন বালদামা এবং মাতার নাম কাবশা বিনতু মুতাহ্হির। মাতার কাবশা বিনতু মুতাহ্হিরও ছিলেন খাযরাজ গোত্রের বনী সুলামার সাওয়াদ ইবন গানাম শাখার মেয়ে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. 'Izz al-Din Ibn al-Athir al-Jazari, Ali (২০১২)। أسد الغابة في معرفة الصحابة - الفهارس- Usd al Ghabat fi ma'rifat alsahhabat। Beirut, Lebanon: Dar al Ibn Hazm। আইএসবিএন 978-9953-81-621-0। ৪ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "আবু কাতাদাহ্ আল-আনসারী (রা)"ইসলামিক অনলাইন মিডিয়া। ২০১৯-০৮-১৬। সংগ্রহের তারিখ ২০২২-০১-১২