আবুল হাসান আলী হাসানী নদভীর গ্রন্থপঞ্জি
উইকিপিডিয়া গ্রন্থপঞ্জি
"আবুল হাসান আলী হাসানী নদভীর গ্রন্থপঞ্জি" নামের এই তালিকায় বিংশ শতাব্দীর ভারতীয় ইসলামি চিন্তাবিদ, বুদ্ধিজীবী, সাহিত্যিক, ঐতিহাসিক, বাগ্মী ও দার্শনিক আবুল হাসান আলী হাসানী নদভীর রচিত গ্রন্থসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৬ বছর বয়সে মিশরের আল মানারে তার প্রথম লেখা প্রকাশিত হয়। তার প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ সীরাতে সৈয়দ আহমদ শহীদ। আরবি ও উর্দুতে তার রচনার সংখ্যা ৫ শতাধিক। তার দুটি বিখ্যাত রচনা মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো? ও সংগ্রামী সাধকদের ইতিহাস। নবীয়ে রহমতকে তিনি তার সর্বাধিক প্রিয় গ্রন্থ হিসেবে উল্লেখ করেন। শেষ বয়সে তিনি ৭ খণ্ডে কারওয়ানে যিন্দেগী নামে আত্মজীবনী প্রকাশ করেন।
নং | নাম | বাংলা | প্রকাশক | শনাক্তকারী |
---|---|---|---|---|
১ | الاجتهاد ونشأة المذاهب الفقهية | ইজতিহাদ এবং ফিকহি মাযহাবের সূচনা ও উৎপত্তি | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
২ | أحاديث صريحة في أمريكة | আমেরিকায় বসে স্পষ্ট ভাষায় বলতে চাই | আর রিসালাহ ফাউণ্ডেশন, বৈরুত, লেবানন | |
৩ | إذا هبت ريح الإيمان | বইলো যখন ঈমানের হাওয়া | আর রিসালাহ ফাউণ্ডেশন, বৈরুত, লেবানন | |
৪ | أحاديث صريحة مع إخواننا العرب المسلمين | আমার মুসলিম আরব ভাইদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই | দারে আরাফাত, দায়েরায়ে শাহ আলামুল্লাহ, রায়বেরেলী, লখনৌ | |
৫ | ارتباط مسيرة الانسانية ومصيرها بقيام المسلمين بواجبهم ودورهم في تكوين وحدة وتوجيه الدعوة | মানবতার পথ-পরিক্রমা ও পরিণতি এবং মুসলমানদের দায়িত্ব ও ভূমিকা, ঐক্য ও দাওয়াতের প্রতি তাদের ভূমিকা ও সঠিক দিক নির্দেশনা | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
৬ | الأركان الأربعة | ইসলামের চার স্তম্ভ | দারুল কলম, কুয়েত; দারুল কলম, দামেস্ক | |
৭ | أريد أن اتحدث إلي الإخوان | ইখওয়ানকে বলতে চাই | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
৮ | إزالة أسباب الخذلان أهم من إزالة آثار العدوان أزمة إيمان | দুশমনের চিহ্নসমূহ নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অসহযোগিতার কারণসমূহ দূর করা | দারে আরাফাত, রায়বেরেলী, লখনৌ, ভারত | |
৯ | أزمة إيمان وأخلاق | ঈমান ও নৈতিকতার সঙ্কট [ক] | ||
১০ | أسبوعان في المغرب الأقصى | মরক্কোয় দুই সপ্তাহ | মাতবাআতুর রিসালাহ, মরক্কো; মুআসসাসাতুর রিসালাহ, বৈরুত | |
১১ | الإسلام أثره في الحضارة وفضله على الانسانية | সভ্যতা নির্মাণে ইসলামের অবদান ও মানবতার প্রতি তার অনুগ্রহ | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
১২ | دد الإسلام فوق العصبيات والقوميات | ইসলাম সাম্প্রদায়িকতা ও জাতীয়তাবাদের উর্দ্ধে[খ] | মাকতাবাতুর রাই, জেদ্দা | |
১৩ | الإسلام في عالم متغير | পরির্তনশীল বিশ্বে ইসলাম | মুআসসাসাতুল কিতাব, বৈরুত | |
১৪ | الإسلام في عالم متغير | পরির্তনশীল বিশ্বে ইসলাম (গবেষণাধর্মী প্রবন্ধ সংকলন) | দারু মাকতাবাতিল হায়াত, বৈরুত | |
১৫ | الإسلام والحكم | ইসলাম ও রাষ্ট্র শাসন | দারুল মুখতার, কায়রো, মিসর | |
১৬ | الإسلام والغرب | ইসলাম ও পাশ্চাত্য | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
১৭ | المستشرقون في الإسلام | ইসলামে প্রাচ্যতত্ত্ববিদ | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
১৮ | اسمعوها مني صريحة أيها العرب | হে আরব জাতি! কান পেতে শুনো আমার কথা! | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
১৯ | إسمعي يا إيران | শোনো হে ইরান! | দারে আরাফাত, রায়বেরেলী, লখনৌ, ভারত | |
২০ | إسمعي يا زهرة الصحراء | শোনো হে মরুফুল! | মাকতাবাতুল মানার, কুয়েত | |
২১ | إسمعي يا سورية | শোনো হে সিরিয়া! | ইসলামী বিশ্ববিদ্যালয় প্রকাশনা, হালব | |
২২ | إسمعي يا مصر | শোনো হে মিশর! | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
২৩ | أضواء على الحركات والدعوات الدينية والإصلاحية ومدارسها الفكرية ومراكزها التعليمية والتربوية في الهند، ونجاحها في إصلاح العقيدة، ومحاربة الجاهلية والجغرافية، والدعوة إلى الدين الحنيف الخالص، والانتفاضة الإسلامية | হিন্দুস্তানের বিভিন্ন দীনি-দাওয়াতি-তারবিয়তি-ইসলাহি আন্দোলন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণাগার, আকিদা-সংস্কারে এবং জাহিলিয়াত ও অসার বিশ্বাস নির্মূলে, খাঁটি একনিষ্ঠ দীনের দিকে ও ইসলামী বিপ্লব ও জাগরণের দিকে আহ্বান জানানোর ব্যাপারে সে গুলির ভূমিকা ও সফলতা নিয়ে একটি পর্যালোচনা | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
২৪ | خطر على العالم العربي - المؤامرات والمخططات الدقيقة العميقة لقطع العرب عن الإسلام ( استعراض تاريخي: تنبيه وإنذار ) | আরব দুনিয়ার জন্যে সবচেয়ে বড় বিপদ-ইসলাম থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলার গভীর এবং সূক্ষ্ণ ষড়যন্ত্র ও চক্রান্ত: একটি ঐতিহাসিক পর্যবেক্ষণ: হুঁশিয়ারী ও সতর্কবাণী | দারে আরাফাত, রায়বেরেলী, লখনৌ, ভারত | |
২৫ | إلى الإسلام من جديد | ইসলামের দিকে নতুন করে পথ চলা | দারুল কলম, কুয়েত; ইসলামী গবেষণা একাডেমি, নদওয়াতুল উলামা, লখনৌ, ভারত; দারুল মুখতার আল ইসলামী, কায়রো, মিসর | |
২৬ | إلى الراية المحمدية أيها العرب | হে আরব জাতি! এসো মুহাম্মদী পতাকার নিচে! | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
২৭ | إلى شاطئ النجاة | এসো মুক্তির তীরে | মাতবাআয়ে বেদারী মালিকাউন নাসেক, ভারত | |
২৮ | إلى ممثلي البلاد الإسلامية | মুসলিম বিশ্বের প্রতিনিধিদের সমীপে | মাকতাবাতুল ইসলাম, লখনৌ, ভারত | |
২৯ | الإمام الحسن البصري | ইমাম হাসান বসরী রহ. | দারুল মুখতার আল ইসলামী, কায়রো | |
৩০ | الإمام عبد القادر الجيلاني | ইমাম আবদুল কাদের জিলানি রহ. | দারুল মুখতার আল ইসলামী, কায়রো | |
৩১ | الإمام الذي لم يوف حقه من الإنصاف والاعتراف به أحمد بن عرفـان الشهيد | আহমদ ইবনে ইরফান শহীদ রহ. (সৈয়দ আহমদ শহীদ): মিলে নি যার প্রাপ্য ইনসাফ ও স্বীকৃতি | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
৩২ | البخاري الإمام محمد بن إسماعيل البخاري وكتابه صحيح | ইমাম বুখারী এবং তাঁর হাদীস গ্রন্থ: সহীহ বুখারী | দারে আরাফাত, রায়বেরেলী, লখনৌ, ভারত | |
৩৩ | الأمة الإسلامية وحدتها ووسيطتها وآفاق المستقبل | মুসলিম উম্মাহ ঐক্য ও মধ্যপন্থায় যারা ছুঁইতে পারে ভবিষ্যতের দিগন্ত | দারুস সাহওয়া, কায়রো | |
৩৪ | أمريكة وأوروبة وإسرائيل | আমেরিকা-ইউরোপ-ইসরাঈল | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
৩৫ | إن في ذلك لذكرى لمن كان له قلب | নিশ্চয় এতে রয়েছে উপদেশ ঐ ব্যক্তির জন্যে, হৃদয় যার উপদেশ গ্রহণে প্রস্তুত | হোসাইন ইবনে মুহাম্মদ, বোম্বাই, ভারত | |
৩৬ | أهمية الحضارة في تاريخ الديانات وحياة أصحابها | বিভিন্ন ধর্ম ও তার অনুসারীদের ইতিহাসের আলোকে সভ্যতার প্রকাশক | দারে আরাফাত, রায়বেরেলী, লখনৌ, ভারত; মাকতাবাতুদ দার, মদিনা মোনাওয়ারা | |
৩৭ | أهمية نظام التربية والتعليم في الأقطار الإسلامية وأثره البعيد في اتجاهاتهـا وقياداتها | মুসলিম বিশ্বে ইসলামী শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থার গুরুত্ব এবং মন মানস ও নেতৃত্ব গঠনে তার সুদূর প্রসারী প্রভাব | মাকতাবাতুল আমানাহ আল আম্মাহ, নদওয়াতুল উলামা, লখনৌ, ভারত | |
৩৮ | بين الانسانية وأصدقائها | মানবতা এবং তার বন্ধুরা | মাতবাআয়ে বেদারী মালিকাউন নাসেক | |
৩৯ | بين الجباية والهداية | হিদায়াত এবং জিবায়াত (জোর জবরদস্তি) | মাকতাবাতুল ইসলাম, লখনৌ, ভারত | |
৪০ | بين الدين والمدنية | দীন ও নগরসভ্যতা | মুআসসাসাতুর রিসালাহ, বৈরুত | |
৪১ | بين الصورة والحقيقة | আসল ও নকল | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
৪২ | بين العالم وجزيرة العرب | বিশ্ব ও আরব ব-দ্বীপ[গ] | ||
৪৩ | بين نظريتين | দুটি পথ | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
৪৪ | تأملات في القرآن الكريم | কুরআনে কারিম: চেতনার গভীরে | দারুল কলম, দামেস্ক | |
৪৫ | تأملات في سورة الكهف | সূরা কাহফ: ভাবনার গভীরে | মুআসসাসাতুর রিসালাহ, বৈরুত; দারুল ইরশাদ, বৈরুত; দারুল মুখতার, কায়রো | |
৪৬ | ترجمة السيد الإمام أحمد بن عرفان الشهيد | সীরাতে সায়্যিদ আহমদ শহীদ রহ. | মাতবআতুল মিনার, মিসর | |
৪৭ | ترشيد الصحوة الإسلامية | ইসলামী জাগরণের দিক দিশা | দারে আরাফাত, রায়বেরেলী, লখনৌ, ভারত; দারুস সালাম, কায়রো | |
৪৮ | تضحية شباب العرب قنطرة إلى سعادة البشرية | আরব-তারুণ্যের জীবন কুরবান-ই মানবতার সৌভাগ্যের সেঁতুপথ | দারে আরাফাত, রায়বেরেলী, লখনৌ, ভারত | |
৪৯ | تعالوا نحاسب نفوسنا وقاداتنا | আসুন! হিসাব নিই— নিজেদের এবং শাসকবর্গের | দারে আরাফাত, রায়বেরেলী, লখনৌ, ভারত | |
৫০ | التفسير السياسي للإسلام | ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা | ইসলামী গবেষণা একাডেমি, নদওয়াতুল উলামা, লখনৌ, ভারত; দারে আরাফাত, রায়বেরেলী, লখনৌ, ভারত; দারুল কলম, কুয়েত; মুআসসাসাতুর রিসালাহ, বৈরুত;দারু আফাকিল গাদ, মিসর | |
৫১ | جوانب السيرة المضيئة في المدائح النبوية الفارسية والأردية | ফারসি-উর্দু ভাষায় রাসূল প্রশস্তিগাথা'র আলোকিত দিগন্তসমূহ | দারুস সাহওয়া, কায়রো | |
৫২ | حاجة البشرية إلى معرفة صحيحة ومجتمع إسلامي | সঠিক জ্ঞান-প্রজ্ঞা ও ইসলামি সমাজের তালাশে | দারুস সাহওয়া, কায়রো | |
৫৩ | حاجة العالم إلى الدعوة الإسلامية | ইসলাম ও জীবন | মাকতাবাতুল হায়াত, কুয়েত | |
৫৪ | حاجة العالم إلى مجتمع إسلامي مثالي أفضل | সর্বোত্তম আদর্শ ইসলামি সমাজ ব্যবস্থা ছাড়া পৃথিবীর মুক্তি নেই | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
৫৫ | الحاجة إلى التركيز على جانب حاسم | প্রয়োজন চূড়ান্ত লক্ষ্য স্পর্শ করা | দাওয়াত ও ইসলামী চিন্তা-দর্শন উচ্চতর একাডেমি, নদওয়াতুল উলামা, লখনৌ | |
৫৬ | حديث مع الغرب | পাশ্চাত্যের সাথে কিছু কথা | দারুল ইরশাদ, বৈরুত; দারুল মুখতার, মিসর | |
৫৭ | الحضارة الغربية الوافدة وأثرها في الجيل المثقف كما يراه شاعر الهند الكبير لسان العصر السيد أكبر حسين الإله آبادي | হিন্দুস্তানের বিশিষ্ট কবি সময়ের সাহসী উচ্চারণ আকবর ইলাহাবাদীর দৃষ্টিতে জেঁকে বসা পাশ্চাত্য সভ্যতা এবং আধুনিক প্রজন্মের উপর তার ক্ষতিকর প্রভাব | আন্তর্জাতিক ইসলামি সাহিত্য সংস্থা, ভারত, উপমহাদেশীয় কেন্দ্রিয় কার্যালয়, লখনৌ, ভারত; দারুস সাহওয়া, কায়রো | |
৫৮ | حكمة الدعوة وصفة الدعاة | দাওয়াতের হিকমত ও কৌশল এবং দাঈর গুণ ও বৈশিষ্ট্য | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম; দারুল বাশাইর আল ইসলামিয়া, বৈরুত | |
৫৯ | خليج بين الإسلام والمسلمين | কোথায় মুসলমান আর কোথায় ইসলাম | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
৬০ | خواطر وفصول | কিছু স্মৃতি, কিছু কথা | মাকতাবাতুল ইসলাম, লখনৌ, ভারত | |
৬১ | الداعية الكبير الشيخ محمد إلياس الكاندهلوي ودعوته | মহান দাঈ আল্লামা মুহাম্মদ ইলিয়াস কান্ধলভি রহ. ও তাঁর দাওয়াত | আল মারকাজুল আরাবী লিল কিতাব, শারজা, সংযুক্ত আরব আমিরাত | |
৬২ | دراسة السيرة النبوية من خلال الأدعية المأثورة المروية | আদইয়ায়ে মাসূরার আলোকে সীরাতে নববী | দারুল মুখতার, মিসর; মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
৬৩ | درس من الحوادث | ঘটনা ও শিক্ষা[ঘ] | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
৬৪ | دعوة وتاريخ | দাওয়াত ও ইতিহাস | আলহাজ মুহাম্মদ ইমরান খান নদভী, আমিদ : দারুল উলুম নদওয়াতুল উলামা, লখনৌ | |
৬৫ | الدعوة الإسلامية في العصر الحاضر وجبهاتها الحاسمة ومجالاتها الرئيسة | বর্তমান যুগে ইসলামী দাওয়াত: ময়দান ও ক্ষেত্র | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
৬৬ | الدعوة الإسلامية في الهند وتطوراتها | হিন্দুস্তানে ইসলামী দাওয়াত ও তার ক্রমবিকাশ | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
৬৭ | الدعوة إلى الله حماية المجتمع من الجاهلية وصيانة الدين من التحريف | আল্লাহর দিকে দাওয়াত: জাহিলিয়াতমুক্ত সমাজ ও বিকৃতিমুক্ত দীন | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
৬৮ | الدعوة والدعاة مسئولية وتاريخ | দাওয়াত ও দাঈ: দায়িত্ব ও ইতিহাস | রাবেতায়ে আলমে ইসলামী, মক্কা মোকাররমা | |
৬৯ | دورالإسلام الإصلاحي في مجال العلوم الانسانية | মানব বিজ্ঞানে ইসলামের সংস্কার আন্দোলন | দারুস সাহওয়া, কায়রো, মিসর | |
৭০ | دور الإسلام في تقدم البلاد التي دخلها | বিজিত অঞ্চলে ইসলাম: উন্নয়ন ও সংস্কার ভূমিকা[ঙ] | দামেস্ক ইসলামি গবেষণা একাডেমি | |
৭১ | دور الإسلام في نهضة الشعوب | জাতীয় জাগরণে ইসলামের ভূমিকা[চ] | ||
৭২ | دور الأمة الإسلامية في إنقاذ البشرية وإسعادها | মানবতার মুক্তি ও আনন্দের বার্তা বয়ে আনে ইসলাম | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
৭৩ | دور الجامعات الإسلامية المطلوبة في تربية العلماء وتكرين الدعاة وحماية الأقطار الإسلامية من التناقض والمحاكمة | উলামা ও দাঈ গঠনে এবং ইসলামি বিশ্বকে দ্বন্দ্ব-সংঘাত থেকে হেফাজত করায় ইসলামি বিশ্ববিদ্যালয়সমূহের ভূমিকা | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
৭৪ | دور الحديث في تكوين المناخ الإسلامي وصيانتھ | ইসলামি পরিবেশ গঠন ও সংরক্ষণে হাদিসে নববীর ভূমিকা | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
৭৫ | دور المسلمين القيادي والاجتهادي في الهند | হিন্দুস্তানের নেতৃত্ব ও সংস্কারে মুসলমানদের ভূমিকা | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
৭৬ | ربانية لا رهبانية | রুহবানিয়াত নয়, চাই রাব্বানিয়াত | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম; দারুশ শারক, বৈরুত; দারুল ফাতাহ, বৈরুত; দারুল কলম, দামেস্ক | |
৭৭ | رجال الفكر والدعوة في الإسلام | ইসলামের চিন্তানায়ক ও দাঈগণ | প্রথম সংস্করণ দামেস্ক বিশ্ববিদ্যালয় প্রকাশনা বিভাগ; দারুল কলম, কুয়েত; দারুল কলম, দামেস্ক | |
৭৮ | ردة..ولا أبا بكر لها | বুদ্ধিবৃত্তিক ধস নেমেছে ঐ কে ঠেকাবে..আবু বকর কই! | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম; দারুল মুখতার আল ইসলামি, কায়রো, মিসর; দারুল মাতবূয়াত আল হাদিসাহ, জিদ্দা, সৌদি আরব | |
৭৯ | رسائل الأعلام | বড়দের চিঠি | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম; দারুস সাহওয়া, কায়রো, মিসর | |
৮০ | رسالة التوحيد | তাওহীদের পযগাম | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
৮১ | رسالة سيرة النبي الأمين إلى إنسان القرن العشرين | রাসূলে আরাবীর সীরাতের পয়গাম, বিংশ শতাব্দীর মানুষের কাছে | দারুল হেরা লিল কিতাব, কায়রো, মিসর | |
৮২ | روائع إقبال | ইকবাল সাহিত্যের নন্দনধারা | দারুল কলম, কুয়েত; মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম; মজলিসে নাশরিয়াতে ইসলাম, করাচি; দারুল কলম, দামেস্ক | |
৮৩ | روائع من أدب الدعوة في القرآن والسيرة | কুরআনে কারিম ও সীরাতে নবববীতে দাওয়াতি সাহিত্যের নন্দনধারা | আরবী ভাষা ও সাহিত্য অনুষদ, নদওয়াতুল উলামা, লখনৌ, ভারত; দারুল কলম, কুয়েত | |
৮৪ | سياسة التربية والتعليم السليمة | তালিম তারবিয়াতের নিরাপদ দর্শন | মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম | |
৮৫ | سيرة خاتم النبيين (للأطفال) | শিশু কিশোর শেষ নবী[ছ] | মুআসসাসাতুর রিসালাহ , বৈরুত |
আরও দেখুন
সম্পাদনাপাদটীকা
সম্পাদনা- ↑ বাগদাদে ফিলিস্তিন মুক্তিসংস্থা'র কেন্দ্রিয় অফিসে প্রদত্ত একটি বক্তৃতা। পরবর্তীতে এটি إلى الإسلام من جديد গ্রন্থে সংযোজিত হয়।
- ↑ রাবেতায়ে আলমে ইসলামির প্রতিষ্ঠা সম্মেলনে পঠিত প্রবন্ধ।
- ↑ ১৯৫০ সালে জেদ্দাস্থ সৌদি রেডিওতে উপস্থাপিত দুটি কথিকা, পরে মিসর থেকে ১৯৫২ সালে পুস্তিকাকারেও তা প্রকাশিত হয়
- ↑ পরে أحاديث صريحة مع إخواننا العرب المسلمين কিতাবের সাথে সংযুক্ত করা হয়েছে
- ↑ তার পিতার লিখিত الثقافة الاسلامية في الهند গ্রন্থের ভূমিকা
- ↑ মদিনায় প্রদত্ত একটি বক্তৃতা
- ↑ এটি মূলত কাসাসুন নাবিয়্যিনের পঞ্চম খণ্ড
তথ্যসূত্র
সম্পাদনা- রবিউল হক, মুহাম্মাদ (২ ডিসেম্বর ২০২০)। "মুসলিম উম্মাহর দরদী দাঈ সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী"। যুগান্তর। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২১।
- আল-কারযাভী, ইউসূফ (২০০১)। আশ শায়খ আবুল হাসান আলী নদভী : কামা আরাফাতুহু [আবুল হাসান আলী নদভী : এমন ছিলেন তিনি]। নদভী, ইয়াহইয়া ইউসুফ কর্তৃক অনূদিত। দামেস্ক; ঢাকা: দারুল কলম; মাকতাবাতুল আজহার। পৃষ্ঠা ২৩১–২৮৩। ওসিএলসি 48048069।
- মুহাম্মদ সালমান, মাওলানা (২০০২)। আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহ. জীবন ও কর্ম। মিরপুর, ঢাকা: আল ইরফান পাবলিকেশন্স। পৃষ্ঠা ৩৩–৩৫০।
- নদভী, মুহসিন উসমান (২০০২)। মুতালায়ে তাসানিফাত মুফাক্কিরে ইসলাম আবুল হাসান আলী নদভী [আবুল হাসান আলী নদভীর রচনাবলির গবেষণা] (উর্দু ভাষায়)। ভারত: আরশি পাবলিকেশন্স।
- আবদুল গফফার, প্রফেসর (২০০৪)। উর্দু ভাষা ও সাহিত্যে আবুল হাসান আলী নদভীর অবদান (গবেষণাপত্র) (উর্দু ভাষায়)। পিএইচডি অভিসন্দর্ভ। ভারত: উর্দু বিভাগ, শ্রী সংকরাচার্য সংস্কৃতি বিশ্ববিদ্যালয়। ওসিএলসি 1015275663।