আবুল লাইস সমরকন্দি

আবুল লাইস সমরকন্দি বা আবুল লাইস আস-সমরকন্দি (আরাবি: أبو الليث السمرقندي, ইংরেজি : Abū l-Laiṯ as-Samarqandī) ( জন্ম: ৯৪৪; মৃত্যু: ৯৮৩) ছিলেন দশম শতাব্দীর দ্বিতীয়ার্ধে বসবাসরত একজন ইসলামি পণ্ডিত, বিজ্ঞ আলেম হানাফি ফকিহআল-কুরআনের একজন বিশিষ্ট ভাষ্যকার, যিনি ধর্মতত্ত্ব এবং ফিকহ তথা ইসলামি আইনশাস্ত্রের উপর বিভিন্ন বই লিখেছেন । এদের মধ্যে উল্লেখযোগ্য হলো বাহরুল উলুম (بحر العلوم)। এটি আল কুরআনের তাফসির গ্রন্থ । যা তাফসির আস-সমরকন্দি নামেও পরিচিত , এবং তাম্বিহুল গাফিলিন (تنبيه الغافلين) সহ অনেক গ্রন্থের রচয়িতা তিনি।

তথ্যসূত্র

সম্পাদনা