আবুল বাসার (শিক্ষাবিদ)
বাংলাদেশী শিক্ষাবিদ
আবুল বাসার (মৃত্যু: ১৭ নভেম্বর ২০১৮) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এবং জামালপুরে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।[১]
অধ্যাপক ড. আবুল বাসার | |
---|---|
উপাচার্য | |
শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় | |
কাজের মেয়াদ ২০১৫ – ২০১৮ | |
উত্তরসূরী | আব্দুর রহমান সরকার |
ব্যক্তিগত বিবরণ | |
মৃত্যু | ১৭ নভেম্বর ২০১৮ (বয়স ৭৪) |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
পরিবার
সম্পাদনাতিনি এক পুত্র ও তিন কন্যা সন্তানের জনক।[২]
কর্মজীবন
সম্পাদনাবাসার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক। তিনি বিশ্ববিদ্যালয়টিতে দীর্ঘ ৩৭ বছর অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। কর্মজীবনে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
আবুল বাসার ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত জামালপুরে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[১]
মৃত্যু
সম্পাদনাতিনি ২০১৮ সালের ১৭ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ৭৪ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "প্রফেসর ড. আবুল বাসার আর নেই"। কালের কণ্ঠ। ১৭ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২১।
- ↑ ক খ "ভিসি প্রফেসর ড. আবুল বাসার আর নেই"। বাংলারচিঠি ডটকম। ১৭ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২১।