মুফতি আবুল কালাম যাকারিয়া

বাংলাদেশি আলেম, ফকিহ
(আবুল কালাম যাকারিয়া (মুফতি) থেকে পুনর্নির্দেশিত)

আবুল কালাম যাকারিয়া (জন্ম: ১৫ মার্চ ১৯৫৬, মৃত্যু: ১১ মার্চ ২০১৯)[] একজন বাংলাদেশী দেওবন্দি ইসলামি পণ্ডিত, ইসলামি ফিকাহবিদ, শিক্ষাবিদআধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি একাধারে জামিয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল রহ. সিলেটের মুহতামিম (অধ্যক্ষ) প্রধান মুফতি[] ও মাসিক আল কাসিম পত্রিকার সম্পাদক ছিলেন। ইসলামি আইনশাস্ত্রে অগাধ পান্ডিত্যের দরুণ বিভিন্ন মাসআলার ফতোয়া, আধুনিক ও জটিল বিষয়ের সমাধানে তার সিদ্ধান্তকে সকলেই মেনে নিতেন, ফলে বৃহত্তর সিলেট অঞ্চলে তিনি ফকিহে মিল্লাত নামে পরিচিতি লাভ করেন।[][][]

ফকিহে মিল্লাত, মুফতি

আবুল কালাম যাকারিয়া
জামিয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল'এর ৩য় মুহতামিম
অফিসে
২১ অক্টোবর, ২০০৯ – ১১ মার্চ, ২০১৯
পূর্বসূরীআবদুল হান্নান
উত্তরসূরীমুুহিব্বুল হক
উপাধিফকিহে মিল্লাত
ব্যক্তিগত তথ্য
জন্ম(১৯৫৬-০৩-১৫)১৫ মার্চ ১৯৫৬
মৃত্যুমার্চ ১১, ২০১৯(২০১৯-০৩-১১)
সিলেট
ধর্মইসলাম
জাতীয়তাবাংলাদেশি 🇧🇩
আদি নিবাসসুনামগঞ্জ
সন্তান৪ ছেলে ও ৫ মেয়ে
পিতামাতা
  • লাল মিয়া (পিতা)
  • খায়রুন্নেছা (মাতা)
নাগরিকত্ববাংলাদেশী
আখ্যাসুন্নি
শিক্ষালয়জামেয়া কাসিমুল উলুম দরগাহ হজরত শাহজালাল
আন্দোলনদেওবন্দি
প্রধান আগ্রহহাদিস, ফিকহ, লেখালেখি, তাসাউফ, শিক্ষা
যেখানের শিক্ষার্থীজামেয়া কাসিমুল উলুম দরগাহ হজরত শাহজালাল
কাজঅধ্যাপনা, লেখালেখি, সম্পাদনা, গবেষণা

জন্ম

আবুল কালাম যাকারিয়া ১৯৫৬ সালের ১৫ মার্চ সুনামগঞ্জ মহকুমার বিশ্বম্ভরপুর থানাধীন বাগুয়া গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। [] তার পিতার নাম লাল মিয়া ও মাতার নাম খায়রুন নেছা। [][][]

শিক্ষাজীবন

১৯৬৩ সালে নিজ গ্রাম বাগুয়া মাদরাসায় ভর্তির মধ্য দিয়ে তার শিক্ষাজীবনের সূচনা হয়, গ্রামে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ১৯৬৯ সালে সুনামগঞ্জ সদরের জামেয়া আরাবিয়া রামনগর বর্মাউত্তর মাদরাসায় ভর্তি হন এবং সেখানে উচ্চমাধ্যমিক বিভাগে লেখাপড়া শুরু করেন। ১৯৭৩ সালে চলে আসেন সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল রহ. মাদরাসায়। এখানে পাঁচ বছর পবিত্র কুরআনের তাফসীর, হাদিস, উসূলে হাদিসসহ বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে ১৯৭৮ সালে আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস পরীক্ষায় অংশগ্রহণ করে মেধাতালিকায় ১ম স্থান অধিকার করেন। [][]

কর্মজীবন

১৯৭৮ সালে শিক্ষা সমাপ্তের পর ঐ বছরই জামিয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল রহ. সিলেটে শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয়। [] ১৯৮১ সালে জামিয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল রহ. সিলেটের ফাতওয়া বিভাগের (ইসলামি আইন) দায়িত্ব তার উপর ন্যস্ত হয়। ২০০১ সালে জামেয়া দরগার নায়েবে নাযিমে তা’লিমাত (সহকারী শিক্ষাসচিব), ২০০৬ সালে নায়েবে মুহতামিম (সহকারী পরিচালক) এবং ২০০৯ সালে মুহতামিমের দায়িত্ব গ্রহণ করেন এবং আমৃত্যু এ দায়িত্ব আঞ্জাম দেন। [] এছাড়াও তিনি দরগাহ মসজিদ ও আম্বরখানা শাহী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্বরত ছিলেন। [][]

দাম্পত্যজীবন

১৯৮০ সালে সিলেট অঞ্চলের বরেন্য আলেম মাওলানা আব্দুল হক (শায়খে গাজিনগরী)-এর ২য় কন্যা মোছাম্মৎ রুকাইয়া বেগমের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[] দাম্পত্যজীবনে তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে সন্তানের জনক। [১০]

লেখালেখি

কর্মময় জীবনে অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন গ্রন্থ রচনা ও সম্পাদনা করেন এছাড়াও একাধিক ভাষা দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন গ্রন্থ অনুবাদ করেন।

রচিত ও অনুদিত গ্রন্থসমূহ—
  • বুখারী শরীফের বাংলা অনুবাদ (২৮নং পারা) ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত
  • হায়াতে ঈসা আ.
  • সত্যের আলোর মুখোশ উন্মোচন
  • আদাবুল মুতাআল্লিমীন
  • প্রচলিত সাধারণ মোজার উপর মাসেহ বৈধ নয় কেন?
  • তাকরিরে কাসিমি শরহে তাফসিরে বায়জাবি (উর্দূ)
  • মালাবুদ্দা মিনহু (উর্দূ)
  • এদারা বাংলা সাহিত্য (১ম ভাগ)[১০]
সম্পাদনা—

আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ-এর এদারা মক্তব পাঠ (৪র্থ খণ্ড), মুখতাছার তা’লিমুল ইসলাম ১ম, ২য় ও ৩য় খণ্ড, আদ্দুরূসুল আরাবিয়া, উর্দু আদব, আল ইরশাদসহ বিভিন্ন গ্রন্থ সম্পাদনা করেন। এছাড়াও জামিয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল সিলেটের মুখপত্র মাসিক আল কাসিম এর সম্পাদকের দায়িত্বে ছিলেন।[]

অপ্রকাশিত পাণ্ডুলিপি—
  • বাহজাতুল আদব শরহে নফহাতুল আরব
  • তাওজিনুল বায়ান ফি মাসআলাতি কিয়ামি রামাজান
  • শরহে আকিদাতুত তাহাভি
  • বাইবেলের স্বরূপ[] [১০]

মৃত্যু

২০১৯ সালের ১১ মার্চ (সোমবার) বিকেলে তিনি কর্মস্থল দরগাহ মাদ্রাসায় স্ট্রোক করেন। তাৎক্ষণিক তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৫টয় তিনি মৃত্যুবরণ করেন। [১১] পরদিন (মঙ্গলবার) বেলা ১১টায় সিলেটে সরকারি আলিয়া মাদরাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন দরগাহ মাদরাসার শায়খুল হাদিস মুুহিব্বুল হক গাছবাড়ী। [১২] জানাজার পর জামেয়া কাসিমুল উলূম দরগাহ হজরত শাহজালাল রহ.-এর দারুল একামা ভবনের সামনের কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরো দেখুন

তথ্যসূত্র

  1. মকসুদ, আতাউল করীম (১৩ মার্চ ২০১৯)। "মুফতি আবুল কালাম জাকারিয়া রহ এর সংক্ষিপ্ত পরিচয়"কওমিপিডিয়া 
  2. বাবর, জহির উদ্দীন (১১ মার্চ ২০১৯)। "সিলেটের বিশিষ্ট আলেম আবুল কালাম যাকারিয়ার ইন্তেকাল"ঢাকাটাইমস 
  3. "মুফতি আবুল কালাম যাকারিয়া'র মৃত্যুতে মজলিসে তালিমুস সুন্নাহ'র শোক"আওয়ার ইসলাম। ১১ মার্চ ২০১৯। 
  4. "জকিগঞ্জে আসছেন পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম আল্লামা মুফতি আব্দুল মান্নান"দৈনিক ইনকিলাব। ৮ জানুয়ারি ২০২৫। ২৫ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৫ 
  5. আবুল কালাম যাকারিয়া, মুফতি (জানুয়ারি ২০১৪)। "বিশেষ সাক্ষাতকার"। মাসিক আল আহরার। ilford: আহরার মিডিয়া লিমিটেড (বর্ষ: ১ সংখ্যা-৫): পৃ. ১৩-১৮। 
  6. মিনহাজ, আবু তাহের (১১ মার্চ ২০১৯)। "সদ্য প্রয়াত মুফতি আবুল কালাম যাকারিয়া রহ.-এর সংক্ষিপ্ত জীবনী"ফাতেহ ২৪ ডটকম। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারী ২০২৫ 
  7. আলী, আহমদ (১ সেপ্টেম্বর ২০২০)। বিথঙ্গলী, আবুল খায়ের, সম্পাদক। ফকিহুল মিল্লাত রহ.-এর জীবনচরিত। সিলেট: জামেয়া কাসিমুল উলূম দরগাহ হজরত শাহজালাল রহ.-সিলেটের ২০০৬ শিক্ষাবর্ষের প্রাক্তণ শিক্ষার্থীবৃন্দ। পৃষ্ঠা পৃ. ১০২। 
  8. মাহবুবুল, হক (১৫ মার্চ ২০১৯)। "মুফতি আবুল কালাম যাকারিয়া নিভে যাওয়া জ্ঞানের প্রদীপ"দৈনিক কাজির বাজার 
  9. মশহুদ, ইলিয়াস (১১ মার্চ ২০১৯)। "জ্ঞানবৃক্ষ মনীষা মুফতি আবুল কালাম যাকারিয়া রহ."আওয়ার ইসলাম 
  10. রায়হান, যাকারিয়া। "বার্ষিক আল কাসিম ২০২৫"আল কাসিম ফুযালা পরিষদ, জামেয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল: পৃ. ১৯-২২। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২৫ 
  11. "মুফতি আবুল কালাম জাকারিয়ার ইন্তেকাল"জাগো নিউজ। ১১ মার্চ ২০১৯। 
  12. "সিলেট দরগাহ মাদ্রাসার মুহতামিমের জানাজায় লাখো মানুষের ঢল"দৈনিক যুগান্তর। ১২ মার্চ ২০১৯। ২২ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২৫