আবুল কালাম আজাদ (অধ্যাপক)
আবুল কালাম আজাদ একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য।[১]
অধ্যাপক ড. আবুল কালাম আজাদ | |
---|---|
উপাচার্য | |
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি | |
কাজের মেয়াদ ১ জুলাই ২০২১ – ১৫ সেপ্টেম্বর ২০২১ | |
পূর্বসূরী | নাজমুল করিম চৌধুরী |
উত্তরসূরী | রকীব আহমদ |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় ডালহৌসি বিশ্ববিদ্যালয় উপসালা বিশ্ববিদ্যালয় আইক্স-মার্সেইল বিশ্ববিদ্যালয় |
পেশা | শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
শিক্ষাজীবন
সম্পাদনাআজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কানাডার ডালহৌসি বিশ্ববিদ্যালয় থেকে তিনি মেরিন ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ও সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয় থেকে শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে ডিপ্লোমা সম্পন্ন করেন। তিনি ফ্রান্সের আইক্স-মার্সেইল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পলিটিকাল স্টাডিজ থেকে ডিপ্লোমা ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]
কর্মজীবন
সম্পাদনাআজাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপনা করেছেন। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এর রিসার্চ ডিরেক্টর হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।[২]
আবুল কালাম আজাদ ২০২১ সালের ১ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[৩][৪]
প্রকাশনা
সম্পাদনাজাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।[৩]
সদস্যপদ
সম্পাদনাআবুল কালাম আজাদ দেশ এবং বিদেশের বহু পেশাজীবী সংগঠনের সাথে যুক্ত।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ফারইস্টের নতুন ভিসি জাবি অধ্যাপক আবুল কালাম আজাদ"। দ্যা ডেইলি ক্যাম্পাস। ৩০ মে ২০২১। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১।
- ↑ ক খ "ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রফেসর ড. আবুল কালাম আজাদ এর উপাচার্য হিসেবে যোগদান"। দেশের সংবাদ। ৩ জুলাই ২০২১। ৭ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১।
- ↑ ক খ গ "ফারইস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে আবুল কালাম আজাদের যোগদান"। বাংলাদেশ জার্নাল। ৩ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১।
- ↑ "ফারইস্ট ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা-এর উপাচার্যের পদত্যাপ পত্র গ্রহণ" (পিডিএফ)। শিক্ষা মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২।