আবুল আহসান (জন্ম: ২৮ ডিসেম্বর ১৯৩৬) অবসরপ্রাপ্ত বাংলাদেশী কুটনৈতিক। যিনি সার্কের প্রথম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেন।[১] এর আগে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।[২]

আবুল আহসান
মহাসচিব, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা
কাজের মেয়াদ
১৬ জানুয়ারি, ১৯৮৫ – ১৫ অক্টোবর, ১৯৮৯
পূর্বসূরীতিনি প্রতিষ্ঠাতা মহাসচিব
উত্তরসূরীকান্ত কিশোর ভার্গব
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৩৬-১২-২৮)২৮ ডিসেম্বর ১৯৩৬
লক্ষ্মীপুর, ব্রিটিশ ভারত (বর্তমানে বাংলাদেশ)
মৃত্যু৭ ডিসেম্বর ২০০৮(2008-12-07) (বয়স ৭১)
ঢাকা, বাংলাদেশ
সন্তান১ পুত্র, ১ কন্যা
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
ধর্মইসলাম

শিক্ষা সম্পাদনা

আবুল আহসান ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ. প্রথম শ্রেণীতে প্রথম হন। ১৯৬২ সালে তিনি ফেসার স্কুল অব ল’ এ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এম.এ. পাশ করেন।

কর্মজীবন সম্পাদনা

আবুল পাকিস্তান সিভিল এ্যান্ড ফরিন সার্ভিসের পরিক্ষায় প্রথম স্থান লাভ করেন এবং ১৯৬১ সালে ফরিন সার্ভিসে যোগ দেন। তিনি বিভিন্ন কূটনৈতিক পদে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি ৩৪ বছর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সার্কের মহাসচিবদের তালিকা"। ২ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৫ 
  2. http://www.lakshmipur.gov.bd/en/node/545661[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]