আবরাজ আল-বাইত
আবরাজ আল-বাইত টাওয়ার্স, এছাড়াও মক্কা রয়েল হোটেল ক্লক টাওয়ার নামে পরিচিত, হল সৌদি আরবের মক্কার সরকারের মালিকানাধীন একটি কমপ্লেক্স ভবন। এই টাওয়ারটি রাজা আব্দুল আজিজ এনডাওমেন্ট প্রকল্পের একটি অংশ। ভবনটি কয়েকটি বিশ্ব রেকর্ড ধারণ করে আছে; যেমন- বিশ্বের সবচেয়ে লম্বা ঘড়ির টাওয়ার এবং বিশ্বের বৃহত্তম ঘড়ি মুখ। কমপ্লেক্সটি হোটেল টাওয়ার তাইওয়ানের তাইপে ১০১ টপকিয়ে ২০১২ সালে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন হয়ে ওঠে এবং বর্তমানে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবনের মর্যাদা লাভ করেছে, শুধুমাত্র দুবাই এর বুর্জ খলিফা এবং সাংহাই এর সাংহাই টাওয়ার ছাড়া। বিল্ডিং কমপ্লেক্সটি হল বিশ্বের বৃহত্তম মসজিদ এবং ইসলামের সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ আল হারাম থেকে মাত্র মিটার দূরে। কমপ্লেক্সের ডেভেলপার ও ঠিকাদার হল সৌদির বিনলাদিন গ্রুপ যেটি কিংডমের সর্ববৃহৎ নির্মাণ কোম্পানী।[১] কমপ্লেক্সটি আইয়াদ দুর্গ ধ্বংসের পরে নির্মিত হয়েছিল।[২] যা ১৮ শতকের একটি অটোমান দুর্গ যেটি গ্র্যান্ড মসজিদ থেকে দেখা যেত। সৌদি সরকার কর্তৃক ২০০২ সালে দুর্গ ধ্বংস নিয়ে তুর্কিরা স্ফুলিঙ্গ ছড়ান এবং আন্তর্জাতিক হৈচৈ সৃষ্টি হয়।[৩]
আবরাজ আল-বাইত টাওয়ার্স | |
---|---|
ابراج البيت | |
আবরাজ আল-বাইত টাওয়ার ২০১২ সালের জুনে মসজিদ আল-হারাম থেকে দেখা | |
![]() | |
সাধারণ তথ্য | |
অবস্থা | সম্পন্ন |
ধরন | মিশ্র ব্যবহার: হোটেল, আবাসিক |
অবস্থান | মক্কা, সৌদি আরব |
নির্মাণ শুরু হয়েছে | ২০০৪ |
কার্যারম্ভ | ২০১২ |
উচ্চতা | |
স্থাপত্য | ৬০১ মি (১,৯৭২ ফু)[১] |
শীর্ষ তল | ৫৫৮.৭ মি (১,৮৩৩ ফু)[১] |
পর্যবেক্ষণিকা | ৫৫৮.৭ মি (১,৮৩৩ ফু)[১] |
কারিগরী বিবরণ | |
তলার সংখ্যা | ১২০[১] |
তলার আয়তন | টাওয়ার: ৩,১০,৬৩৮ মি২ (৩৩,৪৩,৬৮০ ফু২) ক্রমবর্ধমান: ১৫,৭৫,৮১৫ মি২ (১,৬৯,৬১,৯৩০ ফু২)[১] |
নকশা এবং নির্মাণ | |
স্থপতি | দার আল-হান্দাসাহ স্থপতি |
গাঠনিক প্রকৌশলী | দার আল-হান্দাসাহ |
প্রধান ঠিকাদার | সৌদি বিনলাদিন গ্রুপ |
বিবরণসম্পাদনা
কমপ্লেক্সটি সবচেয়ে লম্বা টাওয়ার ৬০১ মিটার (১,৯৭২ ফুট) উচ্চতা নিয়ে সৌদি আরবে সর্বোচ্চ উচ্চতম ভবন হিসাবে দাঁড়িয়েছে। বর্তমানে এটি তাইপেই, তাইওয়ান এর তাইপেই ১০১কে টপকানো বিশ্বের তৃতীয় উচ্চতম ভবন।
কম্পোনেন্ট টাওয়ার তালিকাসম্পাদনা
টাওয়ার | উচ্চতা | মেঝে | সম্পূর্ণতা |
---|---|---|---|
হোটেল টাওয়ার | ৬০১ মিটার (১,৯৭২ ফুট)[১] | ১২০ | ২০১২[১] |
হজর | ২৬০ মিটার (৮৫০ ফুট) | ৪৮ | ২০১১ |
জমজম | ২৬০ মিটার (৮৫০ ফুট) | ৪৮ | ২০১১ |
মাকাম | ২৫০ মিটার (৮২০ ফুট) | ৪৮ | ২০১২ |
কিবলা | ২৫০ মিটার (৮২০ ফুট) | ৪৫ | ২০১১ |
মারওয়াহ | ২৪০ মিটার (৭৯০ ফুট) | ৪২ | ২০০৮ |
Safa | ২৪০ মিটার (৭৯০ ফুট) | ৪২ | ২০০৭ |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ "Makkah Royal Clock Tower Hotel - The Skyscraper Center"। Council on Tall Buildings and Urban Habitat। ২৮ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৪।
- ↑ "Historic Fortress Destroyed"। New York Times। ৯ জানুয়ারি ২০০২। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "Historic Makkah fortress demolished"। Arab News। সংগ্রহের তারিখ ৭ মে ২০১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে আবরাজ আল-বাইত সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- Makkah Royal Clock Tower Hotel on CTBUH Skyscraper Center
- Abraj Al Bait Towers on Emporis
- Hotel Tower entry on Emporis
- SkyscraperPage.com: Abraj Al-Bait Towers
- Reshaping Mecca Slide Show, The New York Times
- [১] Specific data and project