মোল্লা আবদুল লতিফ মনসুর ( পশতু: ملا عبداللطیف منصور [ˈabdʊl laˈtif manˈsur]; জন্ম ১৯৬৮) তালেবানের একজন সিনিয়র আফগান নেতা এবং ৭ সেপ্টেম্বর ২০২১ সাল থেকে বর্তমান জ্বালানি ও পানি মন্ত্রী।[১] তিনি কাতার অফিসে আলোচনা দলের একজন কেন্দ্রীয় সদস্যও। তিনি পূর্বে কৃষিমন্ত্রী, তালেবান সুপ্রিম কাউন্সিলের সদস্য, পূর্ব আফগানিস্তানে কমান্ডার এবং পূর্ববর্তী তালেবান সরকারে (১৯৯৬-২০০১) নানগারহার প্রদেশের ছায়া গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।[২][৩]

আবদুল লতিফ মনসুর
ملا عبداللطیف منصور
জ্বালানি ও পানি মন্ত্রী (ভারপ্রাপ্ত)
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৭ সেপ্টেম্বর ২০২১
প্রধানমন্ত্রীমোহাম্মদ হাসান আখুন্দ (ভারপ্রাপ্ত)
সুপ্রিম লিডারহাইবাতুল্লাহ আখুন্দজাদা
কৃষি মন্ত্রণালয়
কাজের মেয়াদ
১৯৯৬ – ২০০১
রাষ্ট্রপতিমোহাম্মদ ওমর
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৬৮
গেরদা সেরাই জেলা, পাকতিয়া প্রদেশ, আফগানিস্তান
জাতীয়তাআফগানিস্তান
রাজনৈতিক দলতালেবান
জীবিকারাজনীতিবিদ

জীবনের প্রথমার্ধ সম্পাদনা

মনসুর ১৯৬৮ সালে পাকতিয়া প্রদেশের গেরদা সেরাই জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কমান্ডার নাসরুল্লাহ মনসুরের ভাতিজা এবং তিনি ঘিলজাই উপজাতির অন্তর্ভুক্ত। [৪] তিনি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আকোরা খাত্তাকের দারুল উলুম হক্কানিয়ায় তার ইসলামী পড়াশোনা শেষ করেন। [৫]

আরও দেখুন সম্পাদনা

  • আমির খান মুত্তাকী
  • দীন মোহাম্মদ হানিফ

তথ্যসূত্র সম্পাদনা