আবদুল মতীন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক

আবদুল মতীন (২৮ সেপ্টেম্বর ১৯৩৪ - ১৬ জুলাই ২০২১) একজন বাংলাদেশী দর্শনশাস্ত্রজ্ঞ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা ও গোবিন্দ দেব গবেষণা কেন্দ্রের পরিচালক এবং দর্শন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ছিলেন।[১]

আবদুল মতীন
অধ্যাপক ড. আবদুল মতীন
জন্ম(১৯৩৪-০৯-২৮)২৮ সেপ্টেম্বর ১৯৩৪
মৃত্যু১৬ জুলাই ২০২১(2021-07-16) (বয়স ৮৬)
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাপিএইচডি
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়
টরন্টো বিশ্ববিদ্যালয়
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক
পরিচিতির কারণঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক

জন্ম সম্পাদনা

তিনি ১৯৩৪ সালের ২৮ সেপ্টেম্বর ময়মনসিংহের ভালুকায় জন্মগ্রহণ করেন।[২]

শিক্ষাজীবন সম্পাদনা

মতীন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে ১৯৫৫ সালে স্নাতক (সম্মান) ও ১৯৫৭ সালে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি কানাডার ম্যানিটোবা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে এমএ এবং টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে ‘করেসপন্ডেন্স থিওরি অব ট্রুথ’ বিষয়ে গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কমনওয়েলথ ফেলো হিসেবে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।[৩]

কর্মজীবন সম্পাদনা

আবদুল মতীন ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০০০ সালে অধ্যাপক হিসেবে অবসর লাভ করেন।

কর্মজীবনে অধ্যাপনা ও গবেষণার পাশাপাশি তিনি ঢাবির উচ্চতর মানববিদ্যা ও গোবিন্দ দেব গবেষণা কেন্দ্রের পরিচালক, দর্শন বিভাগের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের মর্যাদাপূর্ণ ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিযুক্ত হন এবং আমৃত্যু এ পদে অসীন ছিলেন।[৪]

গবেষণাকর্ম ও প্রকাশনা সম্পাদনা

দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ফিলোসফি অ্যান্ড প্রোগ্রেসসহ একাধিক জার্নালের সম্পাদক ছিলেন।

আবদুল মতীনের মৌলিক গবেষণা এবং সম্পাদিত ও অনুবাদকৃত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে,[৫][৬]

  • বিশ্লেষণী দর্শন
  • যুক্তির আলোকে
  • দর্শনের রূপরেখা
  • মানুষের জ্ঞানসূত্র
  • প্রতীকী যুক্তিবিদ্যা
  • দুই পৃথিবী (কাব্য)
  • দর্শন সাহিত্য ও সংস্কৃতি
  • হাইলাস ও ফিনোলাসের সংলাপ
  • দর্শন পরিভাষা কোষ (সম্পাদিত গ্রন্থ)

মৃত্যু সম্পাদনা

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০২১ সালের ১৬ জুলাই তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "করোনা ভাইরাসে মারা গেলেন ঢাবির ইমেরিটাস অধ্যাপক আবদুল মতীন"দৈনিক জনকণ্ঠ। ১৬ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২১ 
  2. "করোনা: মারা গেলেন ঢাবির ইমেরিটাস অধ্যাপক আবদুল মতীন"দেশ রূপান্তর। ১৬ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২১ 
  3. "কোভিড: ঢাবির এমেরিটাস অধ্যাপক আবদুল মতীনের মৃত্যু"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৬ জুলাই ২০২১। ৩১ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২১ 
  4. "করোনায় মারা গেলেন ঢাবির ইমেরিটাস অধ্যাপক আবদুল মতীন"দ্য ডেইলি স্টার। ১৬ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২১ 
  5. "করোনায় মারা গেলেন ঢাবির ইমেরিটাস অধ্যাপক আবদুল মতীন"বাংলাদেশ প্রতিদিন। ১৬ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২১ 
  6. "দার্শনিক আবদুল মতীন"সমকাল। ২৪ জুলাই ২০২১। ৩১ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২১ 
  7. "ঢাবির ইমেরিটাস অধ্যাপক ড. আবদুল মতীনের মৃত্যু"বাংলা ট্রিবিউন। ১৬ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]