আবদুল ওয়াহাব
বাংলাদেশী সাংবাদিক
আবদুল ওয়াহাব (১৯১৬ - ১৯৯৪) ছিলেন একজন বাংলাদেশী সাংবাদিক। তিনি তার ৩৫ বছর কর্মজীবনে লন্ডনের দ্য টাইমস, নিউ ইয়র্কের দ্য নিউ ইয়র্ক টাইমস এবং কলকাতার দ্য স্টেটসম্যান পত্রিকার সাথে যুক্ত ছিলেন। সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৭৯ সালে একুশে পদকে ভূষিত করে।[১]
আবদুল ওয়াহাব | |
---|---|
জন্ম | ১৯১৬ |
মৃত্যু | ১৯৯৪ (বয়স ৭৭–৭৮) |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | সাংবাদিকতা |
পুরস্কার | একুশে পদক |
কর্মজীবন
সম্পাদনাওয়াহাব দ্য ঢাকা ডেইলি প্রতিষ্ঠা করেন এবং সাত বছর পত্রিকাটি সম্পাদনা করেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি দ্য লিবারেশন অব বাংলাদেশ, দ্য ঢাকা ডেইলি এবং মর্নিং নিউজ পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অধ্যাপনা করেন। তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক এবং পরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[১]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাতার কন্যা সিদ্দিকা জামান বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের স্ত্রী।[২]
প্রকাশিত গ্রন্থ
সম্পাদনা- ওয়ান ম্যান্স এগনি: আ স্কেচ বুক অব ইয়াহিয়ান অপ্রেশন, ঢাকা: দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড।
সম্মাননা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Abdul Wahab"। দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। ১২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "ভাষা ও চেতনার শিক্ষক"। দৈনিক ইত্তেফাক। ২২ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ"। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। পৃষ্ঠা ১১।