আব্দুল্লাহপুর ইউনিয়ন, ফটিকছড়ি

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার একটি ইউনিয়ন
(আবদুল্লাহপুর ইউনিয়ন, ফটিকছড়ি থেকে পুনর্নির্দেশিত)

আব্দুল্লাহপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

আব্দুল্লাহপুর
ইউনিয়ন
২০নং আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ
আব্দুল্লাহপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
আব্দুল্লাহপুর
আব্দুল্লাহপুর
আব্দুল্লাহপুর বাংলাদেশ-এ অবস্থিত
আব্দুল্লাহপুর
আব্দুল্লাহপুর
বাংলাদেশে আব্দুল্লাহপুর ইউনিয়ন, ফটিকছড়ির অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৪′২২.৮০০″ উত্তর ৯১°৫২′১৫.৬০০″ পূর্ব / ২২.৫৭৩০০০০০° উত্তর ৯১.৮৭১০০০০০° পূর্ব / 22.57300000; 91.87100000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাফটিকছড়ি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানঅহিদুল আলম
আয়তন
 • মোট২.১৪ বর্গকিমি (০.৮৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৫,৩১৭
 • জনঘনত্ব২,৫০০/বর্গকিমি (৬,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৪.২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৫১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

আব্দুল্লাহপুর ইউনিয়নের আয়তন ৫২৯ একর (২.১৪ বর্গ কিলোমিটার)। এটি ফটিকছড়ি উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।[১]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আব্দুল্লাহপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ৫,৩১৭ জন। এর মধ্যে পুরুষ ২,৪৭১ জন এবং মহিলা ২,৮৪৬ জন। মোট পরিবার ১,০৫৫টি।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

ফটিকছড়ি উপজেলার সর্ব-দক্ষিণে আব্দুল্লাহপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ধর্মপুর ইউনিয়ন, পূর্বে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়ন এবং দক্ষিণে ও পশ্চিমে রাউজান উপজেলার নওয়াজিশপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

আব্দুল্লাহপুর ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ২০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি আবদুল্লাহপুর নামে ১টি মৌজা নিয়েই গঠিত।[২]

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আব্দুল্লাহপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৫৪.২%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

মাধ্যমিক বিদ্যালয়[৩]
প্রাথমিক বিদ্যালয়
  • আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ আব্দুল্লাহপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

আব্দুল্লাহপুর ইউনিয়নের প্রধান সড়ক ফটিকছড়ি-গহিরা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

হাট-বাজার সম্পাদনা

আব্দুল্লাহপুর ইউনিয়নের প্রধান হাট/বাজার হল মগের হাট।[৪]

দর্শনীয় স্থান সম্পাদনা

  • আব্দুল্লাহপুর ঈদগাহ জামে মসজিদ

লাল মুহাম্মদ চৌধুরী জামে মসজিদ

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান: অহিদুল আলম[৫]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "এক নজরে আবদুল্লাহপুর - আবদুল্লাপুর ইউনিয়ন - আবদুল্লাপুর ইউনিয়ন"abdullapurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭ 
  3. "শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা - আবদুল্লাপুর ইউনিয়ন - আবদুল্লাপুর ইউনিয়ন"abdullapurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭ 
  4. "হাট বাজারের তালিকা - আবদুল্লাপুর ইউনিয়ন - আবদুল্লাপুর ইউনিয়ন"abdullapurup.chittagong.gov.bd 
  5. Songbadshomogro.com। "তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ফলাফল -"www.songbadshomogro.com [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা