আন্তর্জাতিক এমি পুরস্কার
আন্তর্জাতিক এমি পুরস্কার বা আন্তর্জাতিক এমি হল টেলিভিশন শিল্পের শৈল্পিক ও প্রযুক্তিগত মেধার জন্য প্রদত্ত এমি পুরস্কারের সম্প্রসারিত অংশ। নিউ ইয়র্ক ভিত্তিক ইন্টারন্যাশনাল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস (আইএটিএএস) কর্তৃক প্রদত্ত আন্তর্জাতিক এমি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত ও প্রচারিত শ্রেষ্ঠ টেলিভিশন অনুষ্ঠানসমূহকে সম্মাননা প্রদানের লক্ষ্যে দেওয়া হয়ে থাকে। পুরস্কারসমূহ আন্তর্জাতিক এমি পুরস্কার আয়োজনে প্রদান করা হয়, যা নিউ ইয়র্ক সিটিতে প্রতি বছর নভেম্বর মাসে প্রদান করা হয়। এতে ১,২০০ পেশাদার টেলিভিশন ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। প্রথম আন্তর্জাতিক এমি অনুষ্ঠান ১৯৭৩ সালে আয়োজিত হয়।[১]
আন্তর্জাতিক এমি পুরস্কার | |
---|---|
বর্তমান: ৫০তম আন্তর্জাতিক এমি পুরস্কার | |
প্রদানের কারণ | মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত ও প্রচারিত শ্রেষ্ঠ টেলিভিশন অনুষ্ঠানসমূহের শ্রেষ্ঠত্বের পুরস্কার |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
পুরস্কারদাতা | ইন্টারন্যাশনাল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস |
প্রথম পুরস্কৃত | ১৯ নভেম্বর ১৯৭৩ |
ওয়েবসাইট | iemmys |
বিভাগসমূহ
সম্পাদনাবর্তমানে আন্তর্জাতিক এমি পুরস্কার নিন্মোক্ত বিভাগসমূহে প্রদান করা হয়:
- অনুষ্ঠান বিভাগ
- শ্রেষ্ঠ শৈল্পিক অনুষ্ঠান
- শ্রেষ্ঠ নাট্যধর্মী ধারাবাহিক
- শ্রেষ্ঠ হাস্যরসাত্মক ধারাবাহিক
- শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র
- শ্রেষ্ঠ ক্রীড়া প্রামাণ্যচিত্র
- শ্রেষ্ঠ ইংরেজি ভিন্ন অন্য ভাষার মার্কিন রাত্রীকালীন অনুষ্ঠান
- শ্রেষ্ঠ পাণ্ডুলিপিহীন বিনোদন
- শ্রেষ্ঠ টেলিউপন্যাসিকা
- শ্রেষ্ঠ ছোট ধারাবাহিক
- শ্রেষ্ঠ টিভি চলচ্চিত্র বা মিনি ধারাবাহিক
- অভিনয় বিভাগ
- সংবাদ ও বর্তমান বিষয়াবলি বিভাগ
সংবাদ ও প্রামাণ্যচিত্র এমি পুরস্কার-এ প্রদান করা হয়
- সংবাদ
- বর্তমান বিষয়াবলি
- শিশুতোষ পুরস্কার[২]
এমআইপিজুনিয়রের অংশ হিসেবে আন্তর্জাতিক এমি শিশুতোষ পুরস্কার-এ প্রদান করা হয়
- শিশুতোষ: অ্যানিমেশন
- শিশুতোষ: তথ্যভিত্তিক ও বিনোদনধর্মী
- শিশুতোষ: লাইভ-অ্যাকশন
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "20 years of the International Emmy Awards"। দ্য ফ্রি লাইব্রেরি। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২২।
- ↑ "Kids Awards - International Emmy Awards"। ইন্টারন্যাশনাল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২২।