আনোয়ারুল হক শরীফ

বাংলাদেশী শিক্ষাবিদ

আনোয়ারুল হক শরীফ একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) সাবেক উপাচার্য।[১]

অধ্যাপক ড.
আনোয়ারুল হক শরীফ
উপাচার্য
বাংলাদেশ ইউনিভার্সিটি
কাজের মেয়াদ
২০১৭ – ২০২১
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
ব্রাসেলস ফ্রি ইউনিভার্সিটি, বেলজিয়াম
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

শিক্ষাজীবন সম্পাদনা

শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে ১৯৬৪ সালে স্নাতক এবং ১৯৬৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বেলজিয়ামের ব্রাসেলস ফ্রি ইউনিভার্সিটি থেকে ১৯৭০ সালে বিশুদ্ধ গণিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]

কর্মজীবন সম্পাদনা

আনোয়ারুল হক ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৭৫ সালে তিনি লিবিয়ার ত্রিপলির আল-ফাতাহ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। সেখানে তিনি বাংলাদেশ কমিউনিটি স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৮৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন।

কর্মজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, ডিন, হল প্রভোস্ট, শিক্ষক সমিতির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অধীনে এইচএসসি শিক্ষার্থীদের পাঠ্যক্রম প্রণয়ন কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

আনোয়ারুল হক শরীফ ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[৩]

প্রকাশনা সম্পাদনা

দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।[৪]

সদস্যপদ সম্পাদনা

আনোয়ারুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট। তিনি বাংলাদেশ গণিত সমিতিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বাংলাদেশ ভার্সিটির নয়া উপাচার্য আনোয়ারুল হক"দৈনিক জনকণ্ঠ। ৫ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২১ 
  2. "বাংলাদেশ ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক আনোয়ারুল হক শরীফ"দৈনিক শিক্ষা। ৪ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২১ 
  3. "বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন আনোয়ারুল হক"জাগোনিউজ২৪.কম। ৪ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২১ 
  4. "বিইউর নতুন উপাচার্য আনোয়ারুল হক"কালের কণ্ঠ। ৫ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২১