আনিসুজ্জামান (দর্শনশাস্ত্রজ্ঞ)

বাংলাদেশী শিক্ষাবিদ এবং দর্শনশাস্ত্রজ্ঞ

আনিসুজ্জামান (জন্ম: ১ মার্চ ১৯৫১) একজন বাংলাদেশী শিক্ষাবিদ এবং দর্শনশাস্ত্রজ্ঞ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বরিশালে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের (জিইউবি) উপাচার্য।[১]

অধ্যাপক ড.
আনিসুজ্জামান
উপাচার্য
গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০১৯
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1951-03-01) ১ মার্চ ১৯৫১ (বয়স ৭৩)
গোপালগঞ্জ, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ওয়েলস, যুক্তরাজ্য
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

জন্ম সম্পাদনা

তিনি ১৯৫১ খ্রিষ্টাব্দের ১ মার্চ গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন।[২][৩]

শিক্ষাজীবন সম্পাদনা

আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল ডিগ্রি লাভ করেন। তিনি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে অবস্থিত ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে ১৯৮৮ সালে দার্শনিক নৃতত্ত্বের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ধর্মতত্ত্বের উপর পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। ১৯৯৭ সালে কমনওয়েলথ ফেলোশিপ পেয়ে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আরও একবার পোস্ট ডক্টরাল গবেষণা সমাপ্ত করেন। এছাড়াও লন্ডনের কিংস কলেজে তুলনামূলক ধর্ম ও দার্শনিক নৃতত্ত্ব নিয়ে গবেষণা করেছেন তিনি।[৪]

কর্মজীবন সম্পাদনা

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপনা করেছেন। অধ্যাপনার পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ. এফ. রহমান হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট, দর্শন বিভাগের সভাপতি, গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র ও নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালকসহ বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ‘সাউথ এশিয়ান ফ্যাটারনিটি’ বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।[২]

আনিসুজ্জামান ২০১৯ সালে পরবর্তী চার বছরের জন্য বরিশালে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের (জিইউবি) উপাচার্য হিসেবে যোগদান করেন।[৩][৪]

সম্মাননা সম্পাদনা

তিনি ভারতের সম্মানজনক ধর্মীয় উপাধি ‘নিম্বার্ক রত্ন’ অর্জন করেছেন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "গ্লোবাল ভার্সিটির ভিসি প্রফেসর আনিসুজ্জামান"দৈনিক যুগান্তর। ৩১ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২১ 
  2. "অধ্যাপক ড. আনিসুজ্জামানের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত" (পিডিএফ)বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (ইংরেজি ভাষায়)। ১ অক্টোবর ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২২ 
  3. "অধ্যাপক ড. আনিসুজ্জামানের সাক্ষাৎকার"সিএসসিএস। ৪ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২১ 
  4. "গ্লোবাল ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক আনিসুজ্জামান"দৈনিক শিক্ষা। ২৯ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২১