আনন্দমোহন কলেজ (কলকাতা)

কলকাতার কলেজ, ভারত

আনন্দ মোহন কলেজ[](Ananda Mohan College): সিটি কলেজ (আমহার্স্ট স্ট্রিট)-এর সান্ধ্য বিভাগের নাম। কলকাতার এক স্নাতক পর্যায়ের কলেজ, এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। কলেজটি কলকাতার রাজা রামমোহন সরণিতে অবস্থিত। ১৮৭৯ সালের ৬ জানুয়ারি সাধারণ ব্রাহ্মসমাজের পণ্ডিত শিবনাথ শাস্ত্রী ও স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জীর সহযোগিতায় প্রথমে আনন্দমোহন বসু সিটি স্কুল প্রতিষ্ঠিত হয়। এর মাত্র দু'বছর পরেই ১৮৮১ সালে স্কুলটি কলেজে উন্নীত হয়ে সিটি কলেজ নামে নামাঙ্কিত হয়। বর্তমানের নতুন বাড়িটি ১৯১৭ সালে নির্মিত হয় ও ১৯১৮ সালে বাড়িটিতে কলেজের উদ্বোধন করা হয়। ১৯৬১ সালে কলেজেটির সান্ধ্য বিভাগ আনন্দ মোহন কলেজ নামে স্বীকৃতি লাভ করে।

আনন্দ মোহন কলেজ (কলকাতা)
ধরনজনসাধারণ
স্থাপিত১৯৬১
অধ্যক্ষশ্রী দেবব্রত ভট্টাচার্য
ঠিকানা
১০২/১, রাজা রামমোহন সরণি, কোলকাতা - ৭০০০০৯
, , ,
শিক্ষাঙ্গনশহরে
RecognitionNAAC Accredited B+ level.
অধিভুক্তিকলকাতা বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটhttp://www.anandamohancollege.ac.in/
মানচিত্র

উল্লেখযোগ্য শিক্ষক

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. আনন্দ মোহন কলেজের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট www.anandamohancollege.ac.in