আনন্দময়ী কালীমন্দির, উলুবেড়িয়া

উলুবেড়িয়ায় অবস্থিত মন্দির

শ্রীশ্রীআনন্দময়ী কালীমন্দির পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া শহরে অবস্থিত একটি বিখ্যাত, শতাব্দীপ্রাচীন কালী মন্দির। হুগলি নদী তীরবর্তী এই মাতৃপীঠ ও তৎসংলগ্ন প্রাঙ্গণ, যা উলুবেড়িয়া কালীবাড়ি নামে প্রসিদ্ধ, হাওড়া জেলার অন্যতম প্রধান দ্রষ্টব্যস্থল।

আনন্দময়ী কালীমন্দির, উলুবেড়িয়া
আনন্দময়ী কালীমাতা, উলুবেড়িয়া
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
অবস্থান
অবস্থানউলুবেড়িয়া, হাওড়া
স্থাপত্য
ধরনবাংলার মন্দির স্থাপত্য

বিবরণ সম্পাদনা

১৩২৭ বঙ্গাব্দের ১৭ই বৈশাখ ভাগীরথী নদীর তীরে ধনুকাকৃতি নবরত্ন আনন্দময়ী কালীমন্দির প্রতিষ্ঠিত হয়। পাথরে নির্মিত কালীবিগ্রহের পদতলে শ্বেতপাথরে তৈরী শবাসনে শায়িত শিব মূর্তি বর্তমান।[১]:৯৩

তথ্যসূত্র সম্পাদনা

  1. তিন তীর্থে, শিবশঙ্কর ভারতী, সাহিত্যম্‌, ১৮বি, শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা-৭৩, প্রথম প্রকাশ- ১৮ই জানুয়ারী, ২০০১