আদিত্য রায় কাপুর
ভারতীয় অভিনেতা
(আদিত্য রয় কাপুর থেকে পুনর্নির্দেশিত)
আদিত্য রায় কাপুর ১৬ নভেম্বর ১৯৮৫ সালে মুম্বই শহরে জন্মগ্রহণ করেন। আদিত্য রায় কাপুর হিন্দি সিনেমার অন্যতম একজন জনপ্রিয় অভিনেতা। তিনি প্রথমে তার ক্যারিয়ার একজন ভিজে হিসেবে শুরু করেন। তিনি প্রথমে লন্ডন ড্রিমস এ একজন গিটারিস্ট হিসেবে অভিনয় করেন। এরপর আদিত্য রায় কাপুর অ্যাকশন রিপ্লাই নামক চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর গুজারিশ সিনেমায়ও তিনি অভিনয় করেন। কিন্তু সিনেমাগুলো বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করতে পারেনি। এরপর তিনি আশিকি ২ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন এবং এই রোম্যান্টিক চলচ্চিত্রটি সাফল্য লাভ করে। তারপর আদিত্য রায় কাপুর অভিনীত রোম্যান্টিক - কমেডি সিনেমা ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী বাণিজ্যিকভাবে প্রচুর সাফল্য লাভ করে।[১][২]
আদিত্য রায় কাপুর | |
---|---|
জন্ম | আদিত্য রায় কাপুর ১৬ নভেম্বর ১৯৮৫ |
পেশা | অভিনেতা পূর্বে ভিডিও জকি |
কর্মজীবন | ২০০৯–বর্তমান. |
আত্মীয় |
|
চলচ্চিত্র
সম্পাদনাবছর | চলচ্চিত্র | সহ-শিল্পী | আলোচ্য বিষয় |
---|---|---|---|
২০১৩ | আশিকি ২ | শ্রদ্ধা কাপুর | রোমান্টিক মুভি |
২০২০ | সাড়াক ২ | সঞ্জয় দত্ত, পূজা ভাট, আলিয়া ভাট | |
২০২১ | রাষ্ট্র কবচ ওম | সঞ্জনা সংঘী | একশন মুভি |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Birthday Exclusive: Aditya Roy Kapur"। Deccan Chronicle। ২৬ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Another GenNext Kapur family finds feet in Bollywood"। The Economic Times। ২০ নভে ২০১০। পৃষ্ঠা 1–2। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৩।