আদিতমারী উপজেলা
আদিতমারী উপজেলা বাংলাদেশের লালমনিরহাট জেলার অন্তর্গত একটি উপজেলা যার আয়তন ১৯৫.০৩ বর্গ কিমি।[২]
আদিতমারী | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে আদিতমারী উপজেলা | |
স্থানাঙ্ক: ২৫°৫৫′৩০″ উত্তর ৮৯°২১′০″ পূর্ব / ২৫.৯২৫০০° উত্তর ৮৯.৩৫০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | লালমনিরহাট জেলা |
১৯৮০ সালে কালীগঞ্জ থানার অংশ নিয়ে আদিতমারী থানা গঠিত হয়। | ১৯৮৩ সালের ৭ নভেম্বর আদিতমারী থানা উপজেলায় রূপান্তরিত হয়। |
আয়তন | |
• মোট | ১৯৫.০৩ বর্গকিমি (৭৫.৩০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২,০৩,৭৪২জন [১] |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৫১০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৫৫ ৫২ ০২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনাঅবস্থান: ২৫°৫১´ থেকে ২৬°০৩´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°১৭´ থেকে ৮৯°২৮´ পূর্ব দ্রাঘিমাংশ। উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, দক্ষিণে রংপুর জেলার গংগাচড়া উপজেলা ও লালমনিরহাট সদর উপজেলা, পূর্বে লালমনিরহাট সদর উপজেলা, পশ্চিমে কালীগঞ্জ উপজেলা অবস্থিত।
উপজেলার পটভূমি
সম্পাদনাগণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদমতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠা এবং তাদের কার্যাবলী পরিচালিত হয়। সংবিধানে স্পষ্টতঃই উলেস্নখ আছে যে, ‘আইনানুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান সমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হইবে’ এবং এই প্রতিষ্ঠান সমূহ (ক) প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্য, (খ) জনশৃঙ্খলা রক্ষা; এবং (গ) জন সাধারনের কার্য ও অর্থনৈতিক সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাসত্মবায়ন করতে পারবে।" এ আলোকেই বাংলাদেশে স্থানীয় সরকার ক্রমাগত বিকশিত হয়েছে এবং এরই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ গঠিত হয়েছে। বর্তমান সরকারের আমলে পরিচালিত নির্বাচন সমূহে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিগণ নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহ স্থানীয়ভাবে বাসত্মবায়নযোগ্য উন্নয়ন প্রকল্প ও পরিকল্পনা সমূহে সরকার কর্তৃক সম্পদের পরিমানও বৃদ্ধি করা হয়েছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত কল্পে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়। উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ (২০০৯ ও ২০১১ সালে সংশোধিত) অনুযায়ী দেশের উপজেলা সমূহের জন্য একটি বার্ষিক এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন বাধ্যতামূলক করা হয়েছে। পরিকল্পনা একটি নির্দিষ্ট সময় কালকে ভিত্তি করে প্রনীত হয় এবং দায়িত্ববন্টন ও বাসত্মবায়ন নিশ্চিত করার জন্য মূলত এর গুরম্নতব সবচেয়ে বেশী। পরিকল্পনা প্রনয়নে প্রতিটি উন্নয়ন পরিকল্পনা অগ্রাধীকার ভিত্তিতে সুনির্দিষ্ট করনের মাধ্যমে তা বাসত্মবায়নের ‘‘রোডম্যাপ’’ উলেস্নখ অত্যমত্ম জরম্নরী। পরিকল্পনা প্রনয়নের ক্ষেত্রে স্থানীয় সমস্যা কে চিহ্নিত করে তা সমাধান কল্পে কাঙ্খিত ফলাফল অর্জনে অধিক গুরম্নতব প্রদান এবং নিমণ পর্যায়-উচ্চ পর্যায় পদ্ধতি অবলম্বন করা হলে কাঙিখত ফলাফল অর্জন তথা প্রত্যাশিত উন্নয়ন ত্বরান্বিত হয়। স্থানীয় সম্পদের সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করে আদিতমারী উপজেলা পরিষদ ২০১৪-২০১৫ অর্থ বছর হতে লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে স্থানীয় পর্যায়ে চিহ্নিত সকল উন্নয়ন খাতের অগ্রগতি নিশ্চিত কল্পে বার্ষিক ও পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রনয়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের মধ্যে উপজেলা পরিষদকে একটি শক্তিশালী, কার্যকর, গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করতে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উপজেলা গর্ভন্যান্স প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির মেয়াদকাল ৫ (পাঁচ বৎসর) (আগষ্ট ২০১১- জুলাই ২০১৬)। বাংলাদেশে কার্যরত বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা যেমন- UNDP, UNCDF, European Union (EU) Ges Switzerland Development Cooperation (SDC) এর আর্থিক সহযোগীতায় বাংলাদেশের ৭টি বিভাগের ৭ টি জেলার ১৪ টি উপজেলায় (প্রথম পর্যায়ে ৭ টি এবং দ্বিতীয় পর্যায়ে ৭ টি) এ প্রকল্প বাসত্মবায়িত হবে। আদিতমারী উপজেলা দ্বিতীয় পর্যায়ের অমত্মর্ভূক্ত। প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য হচ্ছে জাতীসংঘ ঘোষিত সহস্রাব্দে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন এবং বাসত্মবায়ন। স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা তৈরীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং জাতীয় পরিকল্পনা একাডেমীর সহায়তায় আদিতমারী উপজেলা পরিষদের ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ আগস্ট ২০২১ তারিখে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য অফিসারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পরবর্তিতে এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে মতবিনিময় সভার আয়োজন করা হয় এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে একটি পরিকল্পনা বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। এই প্রকাশনাটিতে আদিতমারী উপজেলার প্রয়োজনীয় তথ্য, বিভাগভিত্তিক পরিকল্পনা ও বাজেট সম্পর্কিত তথ্য সন্নিবেশিত হয়েছে। প্রকাশনাটির মূল উদ্দেশ্য হচ্ছে স্থানীয় সম্পদের সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবহারের মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধান করে একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক উপজেলা পরিষদ গঠন করা। বর্তমান সরকারের ঘোষিত রূপকল্প-২০২১ এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যেসমূহ বাসত্মবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ স্থানীয় জণগনের চাহিদার প্রতি দৃষ্টি রেখে আদিতমারী উপজেলার বার্ষিক পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।[২]
উপজেলা | ||||||||
পৌরসভা | ইউনিয়ন | মৌজা | গ্রাম | জনসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||
শহর | গ্রাম | শহর | গ্রাম | |||||
- | ৮ | ৫৮ | ১০২ | ১৮৩৬০ | ১৮৫৩৮২ | ১০৪৫ | ৪৭.৬ | ৩৯.০ |
উপজেলা শহর | ||||||||
আয়তন (বর্গ কিমি) | মৌজা | লোকসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||||
১৫.৯৯ | ৩ | ১৮৩৬০ | ১১৪৯ | ৪৭.৬ |
ইউনিয়ন | ||||||||
ইউনিয়নের নাম ও জিও কোড | আয়তন (একর) | লোকসংখ্যা | শিক্ষার হার (%) | |||||
পুরুষ | মহিলা | |||||||
কমলাবাড়ী ৫৯ | ৬২৩৭ | ১৩২৬০ | ১২৬৬৯ | ৩৭.৬৯ | ||||
দুর্গাপুর ৪১ | ৮২২১ | ১২৭৯৩ | ১২৯৪৭ | ৪০.৩০ | ||||
পলাশী ৭৭ | ৬৩১৯ | ১৪২৪৪ | ১৩৯৩৩ | ৪২.৩০ | ||||
ভাদাই ৫ | ৫১৭৮ | ১২৩৩২ | ১২০৩৬ | ৪৭.৪৭ | ||||
ভেলাবাড়ী ১১ | ৬৫০২ | ১২৫৩২ | ১২১৩১ | ৩৫.৭১ | ||||
মহিষখোচা ৭১ | ৫১৪৩ | ১২৪৮৭ | ১২০০৬ | ৩৩.৩৫ | ||||
সাপ্টিবাড়ী ৮৩ | ৪৬৪৫ | ১১৭০১ | ১১২১১ | ৪০.৬৮ | ||||
সারপুকুর ৮৯ | ৫৯৪৮ | ১৩৯৬৭ | ১৩৪৯৩ | ৪০.৫৪ |
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
এক নজরে আদিতমারী উপজেলার সংক্ষিপ্ত তথ্য [২] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ আগস্ট ২০২১ তারিখে
সম্পাদনা১। আয়তনঃ ১৯৫.০৩ বর্গ কিলোমিটার [২]
২। জনসংখ্যাঃ ২,৫৫,৬৩৪ জন [২]
৩। থানার সংখ্যাঃ ০১ (এক) টি [৩]
৪। ইউনিয়নের সংখ্যাঃ ০৮ (আট) টি
- দূর্গাপুর[৪]
- ভেলাবাড়ী[৫]
- কমলাবাড়ী[৬]
- সারপুকুর[৭]
- সাপ্টিবাড়ী[৮]
- ভাদাই ইউনিয়ন [৯]
- পলাশী ইউনিয়ন [১০]
- মহিষখোচা ইউনিয়ন [১১]
৫। ইউনিয়ন ভূমি অফিসের সংখ্যাঃ ০৫ (পাঁচ)টি [২]
৬। মৌজার সংখ্যাঃ ৫৮ (আটান্ন)টি
৭। গ্রামের সংখ্যা ১২১ টি
৮। পোষ্ট অফিসঃ ০৮ (আট),[১২]
৯। নদ-নদীঃ ০৪(এক) তিস্তা, স্বর্ণামতি, রত্নাই, গিরিধারী
১০। হাট-বাজারঃ ১৭(সতের) টি
- দূর্গাপুর হাট
- শটিবাড়ী হাট
- ভেলাবাড়ী হাট ও দৈনিক বাজার
- তালুকদুলালী হাট
- কুমড়ীরহাট
- হাজীগঞ্জ হাট
- বুড়িরদীঘি হাট
- টিপার বাজার
- সাপ্টিবাড়ী হাট ও দৈনিক বাজার
- বুড়িরহাট ও দৈনিক বাজার
- ভাদাই হাট
- নামুড়ীরহাট
- কুষ্টারীর হাট ও দৈনিক বাজার
১১। ব্যাংকঃ ০৮ (আট)
১২। জলমহালঃ ০৭ টি
১৩। বালুমহালঃ নাই
১৪। পাথরমহালঃ নাই
১৫। খেয়াঘাট/নৌকাঘাটঃ নাই
১৬। মোট জমিঃ ৪৮,৩৯৫.০৬ একর [১৩]
১৭। মোট আবাদি জমিঃ ১৭,২১৪ হেক্টর
১৮। পাকা রাসত্মা (কি.মি.)ঃ ৭৮.৮৪ কি:মি:
১৯। কাঁচা রাসত্মা (কি.মি.) ঃ ৩০৩.৬৮ কি:মি:
২০। আদর্শ গ্রামঃ ০৪টি
- বড় কমলাবাড়ী
- পূর্ব ভেলাবাড়ী
- গোবর্দ্ধন ও
- আরাজী ছালাপাক (নদীগর্ভে)
২১। আশ্রয়ন প্রকল্পঃ ০২টি
- ভেলাবাড়ী
- পূর্ব ভেলাবাড়ী
২২। মুক্তিযোদ্ধাদের তালিকা (ইউনিয়নভিত্তিক):
ইউনিয়নের নাম | মুক্তিযোদ্ধার সংখ্যা |
দূর্গাপুর | ৮৩ জন |
ভেলাবাড়ী | ৪২ জন |
কমলাবাড়ী | ৬০ জন |
সারপুকুর | ২৩ জন |
সাপ্টিবাড়ী | ৩৯ জন |
ভাদাই | ১৪ জন |
পলাশী | ০৫ জন |
মহিষখোচা | ০৮ জন |
মোট | ২৭৪ জন |
২৩। নদ-নদীঃ০৩(তিন) টি
- তিস্তা
- রত্নাই
- গিরিধারী
২৪। শিক্ষা প্রতিষ্ঠান সংক্রামত্ম তথ্যঃ
শিক্ষা প্রতিষ্ঠান | সংখ্যা |
মহাবিদ্যালয় | ০৬ (ছয়)টি |
মাধ্যমিক বিদ্যালয় | ২৭ (সাতাশ)টি |
নিম্নমাধ্যমিক বিদ্যালয় | ১৩ (তের)টি |
প্রাথমিক বিদ্যালয় | ১২১ (একশত একুশ) টি। |
মাদ্রাসা | ১৩ (তের)টি |
২৫। স্বাস্থ্য বিষয়ক তথ্যঃ আদিতমারী উপজেলায়সরকারী হাসপাতালের পাশাপাশি রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক। এ উপজেলায় স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক এর সংখ্যা- ২৯। সেবা প্রদানে কর্তব্যরত ডাক্তারদের আমত্মরিকতার অভাব পরিলক্ষিত হয় না। জরম্নরী অবস্থায় অন্যত্র রোগী স্থানামত্মরের জন্য এ্যামবুলেন্স এর ব্যবস্থা রয়েছে।
২৬। কৃষি বিষয়ক তথ্যঃ উপজেলা চাষাবাদ পদ্ধতি প্রধানত বৃষ্টি নির্ভর, তবে গভীর নলকূপ, অগভীর নলকূপ, পাওয়ার পাম্প ও অন্যান্য সেচ যন্ত্রের সাহায্যে প্রায় ৫,৪৮৩ হেক্টর জমিতে চাষ দিয়ে আবাদ করা হয়। সেচকৃত ফসলের মধ্যেই বোরই প্রধান। তবে বর্তমানে সেচের সাহায্যে ধান,পাট, গম, আলু, ভুট্টা, শাকসব্জি, মরিচ, পিঁয়াজ প্রভৃতি আবাদ হয়ে থাকে। সেচযন্ত্রের আওতায় আবাদি জমির পরিমাণ বৃদ্ধির প্রতিবন্ধকতা দুর করে এবং সেচ যন্ত্রের যথাযথ ব্যবহার নিশ্চিত করে ফসল উৎপাদন বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে
২৭। উপজেলা ই-সার্ভিসঃ উপজেলায় তথ্য ও সেবা কেন্দ্র চালু রয়েছে। উক্ত কেন্দ্রে সাধারণ জনগণের চাহিদা মোতাবেক সেবা প্রদান করা হয়। [১৪]
প্রশাসনিক এলাকা ও কর্মকর্তা
সম্পাদনাউপজেলা নির্বাহী অফিসার: ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ আগস্ট ২০২১ তারিখে মুহাম্মদ মনসুর উদ্দিন
ইমেইল : [[৩]]
উপজেলা চেয়ারম্যান ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ আগস্ট ২০২১ তারিখে : মো: ফারুক ইমরুল কায়েস
সম্পাদনাইমেইল : [[৪]]
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ আগস্ট ২০২১ তারিখে: মোছা: জেসমিন আকতার
সম্পাদনাইউনিয়ন সমূহ এবং বর্তমান চেয়ারম্যানের এর নাম ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ আগস্ট ২০২১ তারিখে । [সর্বশেষ হালনাগাদ ০৭-০৮-২০২১ ]
ক্রমিক | ইউনিয়ননের নাম | চেয়ারম্যানের নাম | মোবাইল নং |
০১ | ১নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ | জনাব মোঃ ছালেকুজ্জামান প্রামানিক | 01715-749477 |
০২ | ২নং ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ | জনাব মোহাম্মদ আলী | 01712-193656 |
০৩ | ৩নং কমলাবাড়ী ইউনিয়ন পরিষদ | জনাব মোঃ আলা উদ্দিন (আলাল) | 01716-254460 |
০৪ | ৪নং সারপুকুর ইউনিয়ন পরিষদ |
জনাব মোঃ আজিজুল ইসলাম প্রধানসম্পাদনা |
01710-870244 |
০৫ | ৫নং সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদ | - | - |
০৬ | ৬নং ভাদাই ইউনিয়ন পরিষদ | জনাব মোঃ রকুনুজ্জামান | 01717-162759 |
০৭ | ৭নং মহিষ খোচা ইউনিয়ন পরিষদ | জনাব মো: মোসাদ্দেক হোসেন চৌধুরী | 01712-855885 |
০৮ | ৮নং পলাশী ইউনিয়ন পরিষদ |
আলহাজ্জ শওকত আলীসম্পাদনা |
01716-327165 |
পূর্বতন পরিষদ চেয়ারম্যানগণ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ আগস্ট ২০২১ তারিখে [২]
সম্পাদনাক্রমিক নং | পূর্বতন চেয়ারম্যান বৃন্দের নাম | সময় কাল |
০১ | জনাব মজিবর রহমান | - |
০২ | জনাব আব্দুল মান্নান সরকার | - |
০৩ | জনাব সিরাজুল হক | - |
প্রাক্তন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ: ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ আগস্ট ২০২১ তারিখে [২]
ক্র:নং | কর্মকর্তার নাম | পদবি | কার্যকাল |
০১ | জনাব আব্দুস শুকুর | ইউএনও | ০৭.১১.১৯৮৩হতে২৩.১০.১৯৮৫খ্রি: |
০২ | জনাব মো: বদিউজ্জামান | ইউএনও(ভার:) | ২১.১০.১৯৮৫হতে২৯.১০.১৯৮৫খ্রি: |
০৩ | জনাব ওয়াহেদুন্নবী | ইউএনও | ২৯.১০.১৯৮৫হতে২৯.১২.১৯৮৭খ্রি: |
০৪ | জনাব আব্দুল বারী | ইউএনও(ভার:) | ২৯.১২.১৯৮৭হতে২০.০১.১৯৮৮খ্রি: |
০৫ | জনাব মির্জাএ, কে আব্দুল হামিদ | ইউএনও | ২০.০১.১৯৮৮হতে০৪.০৯.১৯৮৮খ্রি: |
০৬ | জনাব মো: বদিউজ্জামান | ইউএনও | ০৪.০৯.১৯৮৯হতে১৫.১১.১৯৯২খ্রি: |
০৭ | জনাব মো: হাফিজুর রহমান মন্ডল | টিএনও | ১৫.১১.১৯৯২হতে০৮.১১.১৯৯৫খ্রি: |
০৮ | জনাব কমলেস কুমার দাস | টিএনও | ০৪.১১.১৯৯৫হতে০৩.০৮.১৯৯৭খ্রি: |
০৯ | জনাব আব্দুল বারী | টিএনও(অ:দা:) | ০৩.০৮.১৯৯৭হতে৩১.০৮.১৯৯৭খ্রি: |
১০ | জনাব আব্দুল বারী | টিএনও | ০১.০৯.১৯৯৭হতে০৯.০২.১৯৯৯খ্রি: |
১১ | জনাব মো: আমিনুল ইসলাম | টিএনও | ০৯.০২.১৯৯৯হতে১৬.০৮.২০০১খ্রি: |
১২ | জনাব শাহ মো: এমদাদুল হক | ইউএনও | ১৬.০৮.২০০১হতে১৩.১১.২০০২খ্রি: |
১৩ | জনাব উত্তমকুমার মন্ডল | ইউএনও | ১৩.১১.২০০২হতে২৬.০১.২০০৬খ্রি: |
১৪ | জনাব জিয়াউল হাসান | ইউএনও(অ:দা:) | ২৬.০১.২০০৬হতে১৪.০২.২০০৬খ্রি: |
১৫ | জনাব তপনকুমার সাহা | ইউএনও | ১৪.০২.২০০৬হতে০১.১০.২০০৬খ্রি: |
১৬ | জনাব এটিএমকামরুল ইসলাম | ইউএনও | ০১.১০.২০০৬হতে০২.০৮.২০০৭খ্রি: |
১৭ | জনাব কে,এম আলী নেওয়াজ | ইউএনও(অ:দা:) | ০২.০৮.২০০৭হতে২৬.০৮.২০০৭খ্রি: |
১৮ | জনাব এ ওয়াই এম জিয়াউদ্দিন আল মামুন | ইউএনও | ২৬.০৮.২০০৭হতে১৩.০৯.২০০৯খ্রি: |
১৯ | জনাব মোহাম্মদ খালেদুর রহমান | ইউএনও(অ:দা:) | ১৩.০৯.২০০৯হতে১১.১০.২০০৯খ্রি: |
২০ | জনাব মো: পারভেজ হাসান | ইউএনও | ১১.১০.২০০৯হতে০৬.০৯.২০১১খ্রি: |
২১ | জনাব মোহাম্মদ শামীম আলম | ইউএনও(অ:দা:) | ০৭.০৯.২০১১হতে১০.০৯.২০১১খ্রি: |
২২ | জনাব মো: রেজাউল আলম সরকার | ইউএনও | ১১.০৯.২০১১হতে২১.০৭.২০১৪খ্রিঃ |
২৩ | জনাব মো: গোলাম রাব্বী | ইউএনও(অ:দা:) | ২২.০৭.২০১৪ হতে ১০.০৮.২০১৪খ্রি: |
২৪ | জনাবমো: জহুরুলইসলাম | ইউএনও | ১১.০৮.২০১৪ হতে ১৫.০৫.২০১৬খ্রি: |
২৫ | জনাব মো: শাহীনুর আলম | ইউএনও | ১৬.০৫.২০১৬ হতে ১৯.১০.২০১ খ্রি: |
২৬ | জনাব আব্দুল্লাহ আল খায়রুম | ইউএনও | ১৯.১০.২০১৬ হতে ১২.০১.১৯১৭ |
জনসংখ্যা
সম্পাদনাজনসংখ্যাঃ ২,০৩,৭৪২ জন । [২]
ব্যবসা-বাণিজ্য
সম্পাদনাআদিতমারী উপজেলায় কোন বৃহৎ শিল্প প্রতিষ্ঠান না থাকলেও মাঝারী শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ময়দা ফ্যাক্টরী, আইসক্রিম ফ্যাক্টরী ও প্লাস্টিকের বদনা তৈরী ফ্যাক্টরী গড়ে উঠেছে। তবে প্রচুর স্হানীয় পল্লীভিত্তিক কিছু কিছু ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে উঠেছে।
ক্ষুদ্র ও কুটির শিল্প:
স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে রয়েছে - বাঁশ (ডালি, কুলা, চালুনী, হাত পাখা, চাটাই, ডোল, গরত বা মহিষের গাড়ির ছই, মাছ ধরার বিভিন্ন যন্ত্র, গবাদি পশুর মুখের টোপর প্রভৃতি) কাঠ (পিড়ে, গছা, উরতন- গাইন, ঢেঁকি প্রভৃতি), মৃৎ (মাটির থালা, হাড়িপাতিল, কলস, হিড়া বা মটকি, কুয়ার পাঠ, খাদ্য বা ট্যাগারী, পয়সা রাখার ব্যাংক সহ বিভিন্ন ধরনের খেলনা), বেত (টালা, ডালি, ডোল, চেয়ার, মোড়া প্রভৃতি), পাট (দড়ি বা রশি, ছিকা, নুছনা, ঝুল, গবাদি পশুর মুখের টোপর প্রভৃতি), লৌহ (ক্যাটারী, ছুরি, চাকু, জাঁতি, দা, কাসেত, কুড়াল, কোদাল, খমতা, লাঙ্গলের ফলা, বল্লম, বর্শা, খোঁচা, তীর প্রভৃতি), সেলাই শিল্প (কাঁথা, নক্সী কাঁথা, হাত পাখা প্রভৃতি), অলংকার শিল্প (স্বর্ণ ও রৌপ্যের তৈরী গলার হার, হাতের বালা ও চুড়ি, কানের দুল, নাকের ফুল, কোমরের বিছা) প্রভৃতি ।
সহানীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বয়স্ক কারিগররা অনেকেই নিজেদের পূর্বপুরতষের পেশা হিসেবে এ পেশা গুলোকে ধরে রেখেছেন। কিন্তু তাদের বর্তমান বংশধররা ব্যবসা-চাকরি সহ বিভিন্ন পেশার দিকে ধাবিত হচ্ছেন।
শিক্ষা
সম্পাদনাশিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্যঃ [১৫]
ক্র:নং | শিক্ষা প্রতিষ্ঠানের ধরণ | MPO ভুক্ত | MPO বিহীন | মোট |
1 | ডিগ্রী কলেজ | 02 | - | 02 |
2 | উচ্চ মাধ্যমিক কলেজ | 01 | 01 | 02 |
3 | স্কুল এন্ড কলেজ | 11 | -- | 11 |
4 | কারিগরি কলেজ | 02 | 02 | 04 |
5 | মাধ্যমিক বিদ্যালয় | 19 | 01 | 20 |
6 | নি:মাধ্যমিক বিদ্যালয় | 03 | 06 | 09 |
7 | ভোকেশনাল স্কুল | -- | 01 | 01 |
মোটঃ | 38 | 11 | 49 | |
ফাজিল মাদ্রাসা | 01 | -- | 01 | |
আলিম মাদ্রাসা | -- | -- | -- | |
দাখিল মাদ্রাসা | 08 | 04 | 12 | |
স্বতন্ত্র এবতেদায়ী মা্দ্রাসা | -- | 24 | 24 | |
মোটঃ | 09 | 28 | 37 | |
সর্বমোটঃ | 47 | 39 | 86 |
শিক্ষার্থী সংক্রান্ত তথ্যঃ [১৫]
ক্র:নং | শিক্ষা প্রতিষ্ঠানের ধরণ | ছাত্র | ছাত্রী | মোট |
1 | কলেজ ও কলেজ স্তর | 2045 | 2989 | 5034 |
2 | বিদ্যালয় | 9323 | 10028 | 19651 |
3 | মাদ্রাসা | 1640 | 1801 | 3441 |
পরীক্ষার ফলাফল-2019 [১৫]
পরীক্ষার নাম | পরীক্ষাথীর সংখ্যা | পাশের সংখ্যা | A+ | পাশের শতকরা হার |
এসএসসি | 2609 | 2312 | 61 | 88.62% |
দাখিল | 331 | 234 | 07 | 79.76% |
এসএসসি (ভোকেশনাল) | 150 | 101 | 02 | 67.33% |
দাখিল(ভোকেশনাল) | 07 | 04 | 00 | 57.14% |
এইচএসসি | 1177 | 825 | 05 | 70.09% |
এইচএসসি (বিএম) | 308 | 280 | 25 | 90.90% |
আলিম | 39 | 39 | 02 | 100% |
জেএসসি | 2994 | 2202 | 13 | 73.55% |
জেডিসি | 531 | 423 | 00 | 79.66% |
শেষ হাল-নাগাদ করা হয়েছে: ২০২০-০৯-১৬ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০২১-০৮-০৭ তারিখে [১৫]
SL. | Name of College | EIIN |
1 | BHADAI DAKSHIN PARA JUNIOR HIGH SCHOOL | 122734 |
2 | DR SHAFIA KHATUN JUNIOR HIGH SCHOOL | 122750 |
3 | FALIMARI JUNIOR GIRLS SCHOOL,ADITMARI | 133962 |
4 | GOBDHA JUINIOR HIGH SCHOOL | 122747 |
5 | KALISTHAN JUNIOR SCHOOL | 122751 |
6 | KHARUVANGE JUIOR HIGH SCHOOL | 130966 |
7 | KISHAMATH BARAIBARI JUNIOR SCHOOL | 122735 |
8 | MANOSIKA JUNIOR HIGH SCHOOL | 122749 |
9 | MOHISHA SHAHAR N. U. JR. GIRLS SCHOOL | 122753 |
10 | SHATI BARI JUNIOR SCHOOL | 122746 |
11 | SUKHOMOYE BAIDHOR CHANDRA JUNIOR HIGH SCHOOL,ADITMARI | 133961 |
12 | HARIDAS HIGH SCHOOL | 122729 |
13 | ADITMARI GIRIJA SHANKAR HIGH SCHOOL | 122717 |
14 | BALAPUKUR HIGH SCHOOL | 122739 |
15 | BHADAI ADARSHA HIGH SCHOOL | 122728 |
16 | BHELABHARI HIGH SCHOOL | 122724 |
17 | BURIR DIGHI MODEL HIGH SCHOOL | 122743 |
18 | DEODOBA TARAK NATH SARKAR JUNIOR HIGH SCHOOL | 122731 |
19 | DURGAPUR HIGH SCHOOL | 122722 |
20 | GANDHA MARUA SCHOOL AND COLLEGE | 122725 |
21 | GOBARDHAN HAIDARIA BL HIGH SCHOOL | 122721 |
22 | HAZIGONJ HIGH SCHOOL | 122730 |
23 | KISAMAT CHARITA BARI HIGH SCHOOL | 122741 |
24 | KUMARIRHAT S.C.BL HIGH SCHOOL | 122719 |
25 | MADHUPUR NAMITA AND NALINI BARMA GIRLS HIGH SCHOOL | 122748 |
26 | MAHISHA SHAHAR B L HIGH SCHOOL | 122726 |
27 | MASOR DAIZOR HIGH SHCOOL | 122737 |
28 | MOHISKHOCHA GIRLS HIGH SCHOOL | 122742 |
29 | MOHISTULI HIGH SCHOOL | 122732 |
30 | NAMURI BL HIGH SCHOOL | 122718 |
31 | NSMURI ADARSHA GIRLS HIGH SCHOOL | 122744 |
32 | PACHCHIM BHELABARHIGH SCHOOL | 122736 |
33 | PALASHI HIGH SCHOOL | 122740 |
34 | SABERA KHATUN GIRLS HIGH SCHOOL | 122733 |
35 | SAPTIBARI JR GIRLS SCHOOL | 122752 |
36 | SAPTIBARI MULTILATERAL HIGH SCHOOL | 122723 |
37 | SARAL KHAN HIGH SCHOOL | 122727 |
38 | SARPUKUR HIGH SCHOOL | 122745 |
39 | TALUK DULALI RAJKACHARI HIGH SCHOOL | 122738 |
40 | BARAGHARIA DALHIL MADRASA | 122755 |
41 | BHELABARI KERAMOTIA DAKHIL MADRASA | 122760 |
42 | HAZIGANJ AL YASIN DARUL ULUM DAKHIL MADRASAH | 122764 |
43 | KHATAPARA MAZAR DAKHIL MADRASA | 122763 |
44 | LALMONIRHAT ADARSA DAKHIL MADRASA | 122766 |
45 | MODHUPUR DAKHIL MADRASA | 122765 |
46 | MOHISHKOCHA D.S.D. MADRASAH | 122757 |
47 | NAMURI D S DAKHIL MADRASA | 122761 |
48 | RAISBAG KARAMOTIA DAKHIL MADRASA | 122758 |
49 | UTTAR GOBDHA DAKHIL MADRASA | 122762 |
50 | WEST DAILJORE DAKHIL MADRASA | 122759 |
51 | ADITMARI SENIOR ALIM MADRASA | 122754 |
52 | DAKSHIN BALAPARA FAZIL MADRASA | 122756 |
53 | NAMURI COLLEGE | 122771 |
54 | ADITMARI DEGREE COLLEGE | 122767 |
55 | HAZI GANJ UDIOMAN SURUJ COLLEGE | 132005 |
56 | SAPTI BARI DEGREE COLLEGE | 122768 |
57 | ADITMARI KATESWAR BARMAN GIRL'S HIGH SCHOOL AND COLLEGE | 122772 |
58 | MOHISKHOCHA M.L. HIGH SCHOOL AND COLLEGE | 122770 |
59 | HAZIGANJ UDIOMAN SURUJ TEC. AND B. M. COLLEGE | 133121 |
60 | SAKOYAR MANJIL TECHNICAL (BUSINESS MANAGEMENT)COLLEGE | 132908 |
61 | UTTORBONGO TECHNICAL AND BUSINESS MANAGEMENT COLLEGE | 132646 |
নদ-নদী ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ আগস্ট ২০২১ তারিখে
সম্পাদনালালমনিরহাট জেলাধীন আদিতমারী উপজেলার উল্লেখযোগ্য নদীগুলোর মধ্যে রয়েছে ১. স্বর্ণামতী নদী, গিরিধারী নদী ও তিস্তা নদী । এদের মধ্যে তিস্তা সর্ববৃহৎ নদী। এটি ভারতের কোচবিহার জেলার সীমান্ত দিয়ে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এ নদীর করাল ভাংগনে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বেশ কিছু মৌজা নদীগর্ভে বিলীন হয়েছে।
দর্শনীয় স্থান
সম্পাদনাক্রমিক | নাম | কীভাবে যাওয়া যায় | অবস্থান |
১ | দালাই নামার ছড়া ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ আগস্ট ২০২১ তারিখে | যেভাবে দালাইনামার ছড়াতে যাওয়া যায়: আদিতমারী উপজেলা থেকে উত্তর পূর্বদিকের রাস্তাদিয়ে ভেলাবাড়ী হয়ে যেতে হয়। এছাড়াও লালমনিরহাট থেকে সোজা উত্তর দিকে মোগলহাট হয়ে যাওয়া যায়। | |
২ | আদিতমারী উপজেলা পরিষদ চত্তর পুকুর ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ আগস্ট ২০২১ তারিখে | লালমনিরহাট জেলা থেকে সোজা পশ্চিম পার্শে পাটগ্রাম রোড হয়ে আদিতমারী উপজেলা চত্তরে এসে সামনের দিকে তাকালেই এই পুকুর টি দেখা যাবে। | |
৩ | আদিতমারী উপজেলা পরিষদ স্মৃতীসৌধ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ আগস্ট ২০২১ তারিখে | লালমনিরহাট জেলা থেকে পাটগ্রাম রোডে সোজা পশ্চিমে আদিতমারী উপজেলায় আসলেই এই স্মৃতীসৌধটি দেখা যায়। |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে আদিতমারী উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ "আদিতমারী উপজেলা"। aditmari.lalmonirhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৭।
- ↑ "আদিতমারী থানা, লালমনিরহাট"। police.aditmari.lalmonirhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৭।
- ↑ "দূর্গাপুর ইউনিয়ন"। durgapurup.lalmonirhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৭।
- ↑ "ভেলাবাড়ী ইউনিয়ন"। bhelabariup.lalmonirhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৭।
- ↑ "কমলাবাড়ী ইউনিয়ন"। kamlabariup.lalmonirhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৭।
- ↑ "সারপুকুর ইউনিয়ন"। sarpukurup.lalmonirhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৭।
- ↑ "সাপ্টিবাড়ী ইউনিয়ন"। saptibariup.lalmonirhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৭।
- ↑ "ভাদাই ইউনিয়ন"। bhadaiup.lalmonirhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৭।
- ↑ "পলাশী ইউনিয়ন"। palashiup.lalmonirhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৭।
- ↑ "মহিষখোচা ইউনিয়ন"। mohishkhochaup.lalmonirhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৭।
- ↑ "উপজেলা পোষ্ট অফিস, আদিতমারী, লালমনিরহাট"। post.aditmari.lalmonirhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৭।
- ↑ "উপজেলা ভূমি অফিস, আদিতমারী, লালমনিরহাট"। acl.aditmari.lalmonirhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৭।
- ↑ "তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, আদিতমারী উপজেলা"। doict.aditmari.lalmonirhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৭।
- ↑ ক খ গ ঘ "উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, আদিতমারী, লালমনিরহাট"। dshe.aditmari.lalmonirhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৭।
- ↑ "Education Board Bangladesh - Home"। www.educationboard.gov.bd। ২০১৫-১১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৭।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |