আদালত ২

ভারতীয় টেলিভিশন ধারাবাহিকের মৌসুম

আদালত ২ হলো কন্টিলো এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত আদালত ধারাবাহিকের দ্বিতীয়তম মৌসুম, রনিত রায় আগের মৌসুমের কেডি পাঠকেরই চরিত্রে এটাই অভিনয় করেছেন।[৩] সমীর ধর্মাধিকারী, রক্ষন্দা খান এবং বেশ কয়েকজন অভিনয়শিল্পী এই মৌসুমেও তাদের পূর্ব চরিত্রের ভূমিকায় অভিনয় করেন।[৪] [৫]২০১৬ সালের ৪ জুন থেকে ৪ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত প্রতি শনিবার ও রবিবার সনি টিভি চ্যানেলে নির্ধারিত সময়ে ধারাবাহিকটি প্রচারিত হতো। এই ধারাবাহিকটি আগের ধারাবাহিকটির মতো বাংলাতেও প্রচারিত হতো সনি আট টেলিভিশন চ্যানেলে।

আদালত ২
মৌসুম ২
শো শুরু হওয়ার দৃশ্য
শ্রেষ্ঠাংশেরনিত রায়
মূল উৎপত্তির দেশভারত
পর্ব সংখ্যা২৬[১]
মুক্তি
মূল চ্যানেলসনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন
মূল মুক্তির তারিখ৪ জুন ২০১৬ (2016-06-04) –
৪ সেপ্টেম্বর ২০১৬ (2016-09-04)[২]

শ্রেষ্ঠাংশে সম্পাদনা

  • উকিল কেডি পাঠক চরিত্রে রনিত রায়
  • অধীর শর্মা, কেডি পাঠকের সহায়ক চরিত্রে তিথি রাজ

পুনরাবৃত্ত ভূমিকা সম্পাদনা

  • পাবলিক প্রসিকিউটর ইন্দ্র মোহন জয়সওয়ালের ভূমিকায় আনন্দ গোরাডিয়া
  • আর. এস. রাঠোর চরিত্রে পঙ্কজ বি. সিং
  • বিলমরিয়া চরিত্রে নিলুফার
  • পাবলিক প্রসিকিউটর প্রতিজ্ঞা বর্মা চরিত্রে রক্ষন্দা খান
  • পাবলিক প্রসিকিউটর অঞ্জলি পুরী চরিত্রে শিখা সিং
  • নিউজ রিডার দেবিকা চরিত্রে কিশ্বর মার্চেন্ট
  • প্রসিকিউটর বিশ্বজিৎ রানাওয়াত চরিত্রে গৌরব চোপড়া

অনিয়মিত আবির্ভাব সম্পাদনা

  • পাবলিক প্রসিকিউটর সুভাষ গুজরাল চরিত্রে সমীর ধর্মাধিকারী
  • পাবলিক প্রসিকিউটর অমৃতা কোঠারে চরিত্রে অশ্বিনী কালসেকর
  • পাবলিক প্রসিকিউটর দিগবিজয় চৌহান চরিত্রে দীপরাজ রানা
  • সোনিকা মালহোত্রা চরিত্রে বেদিতা প্রতাপ সিং
  • মানস শিন্দে চরিত্রে অক্ষয় শেঠি
  • বীরেন কুমার চরিত্রে অনশুল ত্রিবেদী
  • রিঙ্কু সোলাঙ্কি চরিত্রে সারীকা ধিল্লন
  • আরব শর্মা চরিত্রে যশ পণ্ডিত
  • মন্টি খান্না চরিত্রে অমিত টান্ডন
  • রেনুকা ঝুল্কা চরিত্রে ওজস্বী ওবেরয়
  • বি. শেঠি চরিত্রে সঞ্জীব সিদ্ধার্থ
  • রুমি দাস্তুর চরিত্রে মন্দার জাধব
  • মিসেস দাস্তুর চরিত্রে টিয়া গান্দ্বানি
  • মুকেশ "মাইক" ভূল্লার চরিত্রে জিতেন মুখী
  • প্রজ্ঞা পারেখ চরিত্রে নিধি ঝা
  • চিন্ময়ী চরিত্রে বিকাশ গ্রোভার
  • স্বামী সত্যানন্দ চরিত্রে যোগেশ মহাজন
  • কল্পনা মিশ্র চরিত্রে নীতা শেঠি
  • মনসুর মালিক চরিত্রে পৃথ্বী যুৎশি

পর্বের তালিকা ও প্রচারের সময় সম্পাদনা

  • ১. আত্মহত্যা না খুন - ০৪-০৬-২০১৬
  • ২. সুপারমডেল না হত্যাকারী - ০৫-০৬-২০১৬
  • ৩. তান্ত্রিক ত্রিশুনির ফাঁদ - ১১-০৬-২০১৬
  • ৪. বিল্ডার হত্যা মামলা - ১২-০৬-২০১৬
  • ৫. হিট অ্যান্ড রান মামলা - ১৮-০৬-২০১৬
  • ৬. রেস ফিক্সিং এবং খুন - ১৯-০৬-২০১৬
  • ৭. আধ্যাত্মিক নেতার হত্যা মামলা (পার্ট ১) - ২৫-০৬-২০১৬
  • ৮. আধ্যাত্মিক নেতার হত্যা মামলা (পার্ট ২) - ২৬-০৬-২০১৬
  • ৯. দুর্ঘটনা না হত্যা - ০২-০৭-২০১৬
  • ১০. অভিশপ্ত হাভেলি - ০৩-০৭-২০১৬
  • ১১. অশ্বথামা (পার্ট ১) - ০৯-০৭-২০১৬
  • ১২. অশ্বথামা (পার্ট ২) - ১০-০৭-২০১৬
  • ১৩. রহস্যময়ী মৃত্যু - ১৬-০৭-২০১৬
  • ১৪. কালো যাদু - ১৭-০৭-২০১৬
  • ১৫. অপারেশন বিজয়পথ (পার্ট ১) - ২৩-০৭-২০১৬
  • ১৬. অপারেশন বিজয়পথ (পার্ট ২) - ২৪-০৭-২০১৬
  • ১৭. দিলবারের রহস্যময় মৃত্যু - ৩০-০৭-২০১৬
  • ১৮. জঙ্গা দেবীর চমৎকার - ৩১-০৭-২০১৬
  • ১৯. ডেডলি রেস - ১৩-০৮-২০১৬
  • ২০. পণ্ডিত মশাইয়ের হত্যা - ১৪-০৮-২০১৬
  • ২১. হিম্মতের খুনের রহস্য - ২০-০৮-২০১৬
  • ২২. ভয়ঙ্কর সাপ - ২১-০৮-২০১৬
  • ২৩. ভূত বাংলা (পার্ট ১) - ২৭-০৮-২০১৬
  • ২৪. ভূত বাংলা (পার্ট ২) - ২৮-০৮-২০১৬
  • ২৫. মিশরীয় মমি (পার্ট ১) - ০৩-০৯-২০১৬
  • ২৬. মিশরীয় মমি (পার্ট ২) - ০৪-০৯-২০১৬

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Adaalat- Season 2"Episode 01-14 at YouTube 
  2. "Ronit Roy's 'Adaalat 2' to go off air after the 26th episode"The Times of India। ৫ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২২ 
  3. "Ronit Roy to be back with 'Adaalat' season 2 - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১১ 
  4. "Sameer Dharmadhikari, Anand Goradia in 'Adaalat 2'?"The Times of India (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৫-২০। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১১ 
  5. "Rakshanda Khan, Amit Tandon and Anand Goradia in 'Adaalat 2' - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১১