আতিক ইবনে কায়স মুহাম্মাদের একজন সাহাবা ছিলেন,[১][২] যিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি হাদিস বর্ণনাকারী সাহাবা জাবের ইবনে আতিকের পিতা ছিলেন।[৩]

পরিচয় সম্পাদনা

আতিক ইবনে কায়সের পিতার নাম কায়স ও মাতার নাম যায়নাব বিনতে সায়াফিয়ি। তিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।[৪]

হাদিস বর্ণনা সম্পাদনা

আতিকের একটি পুত্র ছিল, যার নাম জাবের ইবনে আতিক। তার পুত্র আতিকের নিকট হতে একটি হাদিস বর্ণনা করেন। হাদিসটি হলো:

জাবের ইবনে আতিক বলেন, মুহাম্মাদ একবার উপস্থিত লোকদের সম্বোধন করে বললেন, "তোমাদের নিকট শাহাদাত কোনটি?" তারা বললো, "আল্লাহর পথে মৃত্যুবরণ করা"। মুহাম্মাদ বললেন, "আল্লাহর পথে মৃত্যুবরণ করা ছাড়া আরো সাত ধরনের শাহাদাত আছে। ১. প্লেগ বা মহামারিতে মৃতবরণ করা ব্যক্তি, ২. পানিতে ডুবে মৃতবরণ করা ব্যক্তি, ৩. ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে মৃতবরণ করা ব্যক্তি, ৪. পেটের রোগে মৃতবরণ করা ব্যক্তি, ৫. আগুনে পুড়ে মৃতবরণ করা ব্যক্তি, ৬. ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে মৃতবরণ করা ব্যক্তি এবং ৭. যে নারী পেটে বাচ্চা মৃতবরণ করে, সবাই শহিদ।’ (আহমদ, আবু দাউদ, নাসায়ি)

ইবনে শাহিন মুহাম্মাদ ইবনে ইয়াজিদ এই হাদিসটি বর্ণনা করেছেন।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. ইসলামী বিশ্বকোষ ১ম খণ্ড- ৩১২ পৃষ্ঠা 
  2. আল-ইসাবা, ইবনে হাজার আল- আসকালানী, ২খণ্ড- ৪৫৮, হাঃ নং ৫৪২৯ 
  3. উসুদুল গাবা, ইবনুল আছীর, খণ্ড- ৩৭০ 
  4. আত-তাবাকাত, ইবনে সা'দ, ৩খণ্ড- ৬২৪ 
  5. তাজরীদ, আয-যাহাবী, ১খণ্ড- ৩৭৩, হাঃ নং ১৯৮৫