আটুলিয়া ইউনিয়ন

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার একটি ইউনিয়ন

আটুলিয়া ইউনিয়ন খুলনা বিভাগের অন্তর্গত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার একটি ইউনিয়ন।

আটুলিয়া
ইউনিয়ন
১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ
আটুলিয়া খুলনা বিভাগ-এ অবস্থিত
আটুলিয়া
আটুলিয়া
আটুলিয়া বাংলাদেশ-এ অবস্থিত
আটুলিয়া
আটুলিয়া
বাংলাদেশে আটুলিয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২০′৫৫.৩″ উত্তর ৮৯°১২′১০.১″ পূর্ব / ২২.৩৪৮৬৯৪° উত্তর ৮৯.২০২৮০৬° পূর্ব / 22.348694; 89.202806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাসাতক্ষীরা জেলা
উপজেলাশ্যামনগর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • ইউপি চেয়ারম্যানআবু সালেহ
আয়তন
 • মোট৪১.৪৭ বর্গকিমি (১৬.০১ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)[১]
 • মোট৩৭,০৬৫
 • জনঘনত্ব৮৯০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড9450
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

আটুলিয়া ইউনিয়নের আয়তন ১০ বর্গ কি.মি.।

জনসংখ্যা সম্পাদনা

২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী আটুলিয়া ইউনিয়নের লোকসংখ্যা ৩৭,০৬৫ জন। এর মধ্যে পুরুষ ১৮,৫৭৫ জন এবং মহিলা ১৮,৪৯০ জন।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

শ্যামনগর উপজেলা থেকে আটুলিয়া ইউনিয়নের দুরত্য প্রায় ১১ কিলোমিটার। শ্যামনগর উপিজেলা বাসস্টান্ড হতে  বাস,মটোরসাইকেল অথবা ইঞ্জীন চালিত ভ্যানে করে আটুলিয়া ইউনিয়নে আসা যায়।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

আটুলিয়া ইউনিয়নে ২টি ডিগ্রি কলেজ ও ৫ মাধ্যমিক বিদ্যালয় আছে। সরকারী প্রাথমিক বিদ্যালয় আছে ১৫টি, মাদ্রাসা আছে ৭ টি।

ধর্মীয় অবকাঠামো সম্পাদনা

ইউনিয়নে আনুমানিক ৫০+ টি মসজিদ এবং ১০ টি মন্দির রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "আটুলিয়া ইউনিয়ন"atuliaup.satkhira.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২২ 

বহিঃসংযোগ সম্পাদনা