খাজা আজীজ চিশতী (ফার্সি: خواجه عزيز چشتی) ছিলেন ১৪শ শতাব্দীর একজন সূফি। তিনি ছিলেন শাহ জালাল-এর অন্যতম একজন শাগরেদ।[] চিশতী সাহেব শাহ জালালের সাথে পরিচিত হয়ে তার সঙ্গে সিলেটে আসেন।[] ১৩০৩ খ্রীষ্টাব্দে চিশতী সাহেব শাহ জালালের সাথে সিলেটে ইসলামী বিজয়ে অংশগ্রহণ করেন।[]

খাজা

আজীজ

চিশতী
ব্যক্তিগত তথ্য
মৃত্যু
গহরপুর, সিলেট
সমাধিস্থলমাজার-ই-আজীজ চিশতী, নিজ গহরপুর, বালাগঞ্জ
ধর্মসুন্নী ইসলাম
ক্রমচিশতিয়া তরিকা
ঊর্ধ্বতন পদ
পদশাহ জালাল-এর সঙ্গী

সিলেট বিজয়ের কয়েক বছর বাদে চিশতী সাহেব মৃত্যুবরণ করেন। তাঁর মাজার বালাগঞ্জ উপজেলার নিজ গহরপুর গ্রামে অবস্থিত।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ইছমাঈল, মুহাম্মদ (১ জানু ২০১০)। Hagiology of Sufi saints and the spread of Islam in South Asia। জ্ঞানদা প্রকাশন। পৃষ্ঠা ১৬৪। 
  2. ইছমাঈল, মুহাম্মদ (১৯৮৯)। "Sufi Saints of Bengal of un-known dates"। Development of Sufism in Bengal (পিডিএফ) (গবেষণাপত্র)। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৩০৩। 
  3. রশিদ, আহমদ (১৯৭৬)। তাযকেরাতুল আওলিয়া। শিরীন পাবলিকেশনস। পৃষ্ঠা ১৩২–১৩৩। 
  4. পূর্ব পাকিস্তান জেলা গেজেটিয়ারস: সিলেট। পূর্ব পাকিস্তান সরকার প্রেস। ১৯৭০। পৃষ্ঠা ৪০৪।