আকিরা সুজুকি

জাপানি রসায়নবিদ

আকিরা সুজুকি (鈴木 章, Suzuki Akira, জন্ম সেপ্টেম্বর ১২, ১৯৩০) একজন জাপানি রসায়নবিদ। ১৯৭৯ সালে সুজুকি বিক্রিয়া উদ্ভাবনের জন্য তিনি সর্বাধিক পরিচিত। এই বিক্রিয়ায় প্যালাডিয়ামের উপস্থিতিতে অ্যা্রাইল বা ভিনাইল বোরোনিক অম্লের সাথে অ্যারাইল বা ভিনাইল হ্যালাইডের বিক্রিয়া ঘটে।[১][২][৩][৪] ২০১০ সালে আকিরা সুজুকি, রিচার্ড এফ. হেকএই-ইচি নেগিশির সাথে যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেন।

আকিরা সুজুকি
Nobel Prize 2010-Press Conference KVA-DSC 7383.jpg
জন্ম (1930-09-12) ১২ সেপ্টেম্বর ১৯৩০ (বয়স ৯২)
জাতীয়তা জাপান জাপানি
মাতৃশিক্ষায়তনহোক্কাইডো বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণসুজুকি বিক্রিয়া
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার (২০১০)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন
প্রতিষ্ঠানসমূহহোক্কাইডো বিশ্ববিদ্যালয়
বাম দিক থেকে: সুজুকি, নেগিশি এবং হেক (২০১০)

তথ্যসূত্রসম্পাদনা

  1. Miyaura, N. et al. Tetrahedron Lett. 1979, 3437.
  2. Miyaura, N.; Suzuki, A. Chem. Commun. 1979, 866.
  3. Suzuki, A. Pure Appl. Chem. 1991, 63, 419-422. (Review)
  4. Suzuki, A. J. Organometallic Chem. 1999, 576, 147–168. (Review)